Advertisement

ইউটিলিটি

Bank merger impact: ব্যাঙ্ক সংযুক্তিকরণের জের, PPF-এর চেক জমা করতে সমস্যায় বহু গ্রাহক!

Aajtak Bangla
  • 10 Jun 2021,
  • Updated 5:22 PM IST
  • 1/8

একাধিক ব্যাঙ্কের সংযুক্তিকরণের ফলে বদলে যাচ্ছে গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বর। ব্যাঙ্কের সংযুক্তিকরণের ফলে গ্রাহকদের পুরনো অনলাইন অ্যাকাউন্ট, চেকবই অকেজো হয়ে যাচ্ছে। ফলে নতুন অনলাইন অ্যাকাউন্ট, চেকবই তৈরি করাটা জরুরি হয়ে পড়ছে।

  • 2/8

নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কেই PPF-এর মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে টাকা জমা করা যায়। ব্যাঙ্কের সংযুক্তিকরণের ফলে সমস্যায় পড়তে হচ্ছে PPF অ্যাকাউন্টের মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে টাকা জমা করা ক্ষেত্রেও।

  • 3/8

PPF-এর মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে টাকা জমা করার ক্ষেত্রে গ্রাহকরা যদি অন্য কোনও ব্যাঙ্কের চেকের সাহায্যেও ওই টাকা জমা করেন, তাহলে স্বাভাবিক নিয়মেই ওই চেক সংশ্লিষ্ট ব্যাঙ্ক গ্রহণ করে।

  • 4/8

তবে PPF-এর টাকা জমা করার ক্ষেত্রে এ বার সমস্যায় পড়তে হচ্ছে এলাহাবাদ ব্যাঙ্কের (Allahabad Bank) গ্রাহকদের। এলাহাবাদ ব্যাঙ্ক (Allahabad Bank) সম্প্রতি ইন্ডিয়ান ব্যাঙ্কের (Indian Bank) সঙ্গে সংযুক্ত হওয়ার পর থেকেই এই সমস্যা শুরু হয়েছে।

  • 5/8

এলাহাবাদ ব্যাঙ্ক (Allahabad Bank) সম্প্রতি ইন্ডিয়ান ব্যাঙ্কের (Indian Bank) সঙ্গে সংযুক্ত হওয়ার পর এলাহাবাদ ব্যাঙ্কের গ্রাহকদের একটা বড় অংশ PPF-এর টাকা চেকে জমা করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছেন।

  • 6/8

এলাহাবাদ ব্যাঙ্কের গ্রাহকদের একাংশের বক্তব্য, PPF-এর টাকা চেকে জমা করার ক্ষেত্রে শুধুমাত্র ইন্ডিয়ান ব্যাঙ্কের (Indian Bank) চেকেই জমা করার কথা বলছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। অন্য কোনও ব্যাঙ্কের চেক নেওয়া হচ্ছে না।

  • 7/8

এখন প্রশ্ন হচ্ছে, তাহলে PPF-এর টাকা কী করে জমা দেবেন এলাহাবাদ ব্যাঙ্কের গ্রাহকরা? এক, গ্রাহকরা ইন্ডিয়ান ব্যাঙ্কে (Indian Bank) নতুন অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টের থেকে চেক কেটে PPF-এর টাকা জমা দিতে পারেন। নয়তো PPF-এর টাকা নগদে জমা দিতে হবে।

  • 8/8

যদিও জানা গিয়েছে, অন্য কোনও ব্যাঙ্কের চেক নেওয়া যাবে না, এমন কোনও নির্দেশ সরকারি ভাবে ইন্ডিয়ান ব্যাঙ্কের তরফে তার শাখায় দেওয়া হয়নি। তবুও কোনও কোনও শাখায় এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে বহু গ্রাহককেই। বিষয়টিতে ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউটেও অভিযোগ জমা পড়েছে।

Advertisement
Advertisement