Advertisement

ইউটিলিটি

Baal Aadhaar: 'বাল আধার'-এর বায়োমেট্রিক আপডেট হবে স্কুলেই, কত টাকা লাগবে? জানুন পদ্ধতি

Aajtak Bangla
Aajtak Bangla
  • 21 Jul 2025,
  • Updated 12:15 PM IST
  • 1/9

প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মতোই শিশুদেরও আধার কার্ড করা প্রয়োজন। এমনকি, সদ্যজাতদেরও। শিশুদের জন্য এক বিশেষ ধরনের আধার কার্ড চালু করেছে ভারত সরকার। এগুলিকে বলা হয় ‘বাল আধার’।  আধারে নাম নথিভুক্ত করতে চাওয়া শিশুর বয়স ৫ বছরের কম হলে সে বাল আধার কার্ড পাবে। এই আধার কার্ডগুলি হয় নীল রঙের। এই ক্ষেত্রে বাবা-মা বা অন্য কোনও অভিভাবক , কারও একজনের নাম এবং আধার নম্বর নথিভুক্ত করা বাধ্যতামূলক। 

  • 2/9

কেবলমাত্র পরিচিতই নয়, আধার কার্ড বর্তমানে সমস্ত অফিসিয়াল কাজের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হয়। স্কুলে সন্তানের অ্যাডমিশন হোক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, কিংবা সরকারি প্রকল্পে নাম নথিভুক্তকরণ, সর্বত্রই প্রয়োজন পড়ে আধারের। শিশুদের আধার কার্ডের ক্ষেত্রে রয়েছে বেশ কিছু নিয়ম, যা জেনে রাখা জরুরি। 

  • 3/9

৫ থেকে ৭ বছরের শিশুদের জন্য 'বাল আধার'-এর বায়োমেট্রিক আপডেট করানো আবশ্যক। নচেৎ তা বন্ধ হয়ে যেতে পারে। UIDAI সেটিকে সহজ করে তোলার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। 'বাল আধার' আপডেট করার জন্য আর আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না। এমনকী, এই জরুরি কাজটি হবে স্কুলেই। জেনে নিন ইউনিক আইডেনটিটি অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) 'বাল আধার' আপডেট করার পদ্ধতি। 

  • 4/9

স্কুলে পৌঁছবে বায়োমেট্রিক মেশিন
PTI-এর রিপোর্ট বলছে, UIDAI শীঘ্রই স্কুলের মাধ্যমেই শিশুদের আধার কার্ড বায়োমেট্রিক আপডেট করার পদ্ধতি শুরু করবে। প্রত্যেক জেলায় বায়োমেট্রিক মেশিন পৌঁছে যাবে। স্থানীয় প্রতিটি স্কুলে সেই মেশিন পাঠিয়ে এই আপডেট করার কাজ হবে। 
 

  • 5/9

২ মাস পর শুরু হবে প্রক্রিয়া
UIDAI-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ভুবনেশ কুমার জানিয়েছেন, আগামী ২ মাসের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে স্কুলগুলিতে। বর্তমানে পরীক্ষামূলক ভাবে এই পদ্ধতি শুরু হয়েছে। আরও ৪০ থেকে ৫০ দিন লাগবে বাস্তবায়িত হতে। 

  • 6/9

৭ কোটি 'বাল আধার' আপডেট নেই
ভুবনেশ কুমার বলেন, 'অনেক শিশুদের আধার কার্ড এখনও পর্যন্ত বায়োমেট্রিক আপডেট হয়নি। সংখ্যাটা ক্রমবর্ধমান। বর্তমানে সংখ্যাটা ৭ কোটি। ৫ বছরের ঊর্ধ্বে সমস্ত শিশুর জন্যই এই আপডেট বাধ্যতামূলক।' 
 

  • 7/9

বন্ধ হয়ে যাবে আধার কার্ড?
UIDAI-এর পক্ষ থেকে লাগাতার সোশ্যাল মিডিয়াতে অ্যালার্ট জারি করা হচ্ছে। অভিভাবকদের বলা হচ্ছে, বায়োমেট্রিক আপডেট থেকে স্কুলে অ্যাডমিশন, প্রবেশিকা পরীক্ষা, স্কলারশিপের লাভ পেতে সুবিধা করবে এই বায়োমেট্রিক আপডেট। ৭ বছরেরে ঊর্ধ্বের শিশুর বায়োমেট্রিক আধার আপডেট না হলে ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে সেটি। 

  • 8/9


০-৫ বছর বয়সী শিশুদের জন্য আধার কার্ড বিনা বায়োমেট্রিকেই তৈরি হয়। এর জন্য ছবি, নাম, জন্মদিন, ঠিকানা এবং মা-বাবার নথি প্রয়োজন। শিশু ৫ বছর পেরিয়ে গেলে প্রথমে বায়োমেট্রিক আপডেটের জন্য প্রয়োজন পরে তাঁর আঙুলের ছাপ, চোখের মনি স্ক্যান এবং লেটেস্ট ছবির। 

  • 9/9


UIDAI-এর পক্ষ থেকে সাউ বলা হয়েছে, ৫-৭ বছরের শিশুদের আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট প্রক্রিয়ার এই মুহূর্তে করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এর জন্য কোনও টাকার প্রয়োজন পড়বে না। তবে শিশু ৭ বছর পেরিয়ে গেলে সেক্ষেত্রে এই প্রক্রিয়ার জন্য ১০০ টাকা দিতে হবে। 

Advertisement
Advertisement