Advertisement

ইউটিলিটি

এত বড় স্ক্রিন! ২৫ হাজার টাকার মধ্যে স্মার্ট টিভির দারুণ অপশন

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 11 Dec 2025,
  • Updated 6:21 PM IST
  • 1/8

টিভি বদলানোর পরিকল্পনা থাকলে প্রথমেই মাথায় আসবে বাজেট। ভাল খবর হল, এখন ২৫ হাজার টাকার মধ্যেই মিলছে ৪৩ থেকে ৫৫ ইঞ্চি পর্যন্ত স্মার্ট টিভি। বড় স্ক্রিন, 4K ডিসপ্লে, স্মার্ট অ্যাপ, সবই মিলবে মাঝারি বাজেটে। 

  • 2/8

স্যামসাং, শাওমি, ব্ল্যাক+ডেকার, ভি-ডব্লিউ, ওয়বল, সব ব্র্যান্ডেরই একাধিক জনপ্রিয় মডেল পাওয়া যাচ্ছে অ্যামাজন ইন্ডিয়ায়।

  • 3/8

কম বাজেটে সবচেয়ে চাহিদার তালিকায় রয়েছে Samsung Crystal 4K Vista। ৪৩-ইঞ্চির এই ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে প্রায় ২৫ হাজার ৪৯০ দামে, যেখানে রয়েছে 4K ডিসপ্লে ও স্মার্ট ফিচার। 

  • 4/8

এদিকে VW 4K Ultra HD Smart QLED TV ৫৫ ইঞ্চির বড় স্ক্রিন সাইজে মাত্র ২৪ হাজার। ৩০ ওয়াট সাউন্ড আউটপুট থাকায় সিনেমা বা সিরিজ দেখার অভিজ্ঞতা নিশ্চিতভাবে আরও উন্নত হবে।

  • 5/8

বাজেট ২২-২৩ হাজারে নামাতে চাইলে নজর কাড়ছে Black+Decker A1 Series। এর ৫০-ইঞ্চির মডেলটি পাওয়া যাচ্ছে ₹22,999 দামে, যদিও ৫৫-ইঞ্চি ভ্যারিয়েন্টের দাম কিছুটা বেশি, প্রায় ২৭ হাজারের কাছাকাছি

  • 6/8

ফায়ার টিভি অপারেটিং সিস্টেমে চলা Xiaomi Ultra HD 4K LED TV ৪৩-ইঞ্চির স্ক্রিনে রয়েছে ২১ হাজার ৯৯৯ টাকা। বড় স্ক্রিন চাইলে ৫৫-ইঞ্চির দাম অবশ্য ৩১ হাজার ছাড়িয়ে যায়।

 

  • 7/8

দেশীয় ব্র্যান্ড খুঁজলে Wobble 4K Ultra HD Smart LED TV হতে পারে সেরা বিকল্প। ৪৩-ইঞ্চির মডেলটি শুরু হচ্ছে ২০ হাজার ৪৯৯ থেকে, যা বাজেট-ফ্রেন্ডলি ক্রেতাদের আকর্ষণ করছে। সব মিলিয়ে, বড় স্ক্রিনে স্মার্ট অভিজ্ঞতা খুঁজলে ২৫ হাজার টাকার মধ্যেই এখন সামনে হাজির একাধিক দারুণ অপশন।

  • 8/8

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement