ফ্ল্যাট-বাড়ি তৈরি ও বিক্রি বাড়াতে ক্রেতা-বিক্রেতা, দু’পক্ষকেই আসন্ন বাজেটে (Budget 2021) আয়কর ছাড়ের সুবিধা দেওয়ার পক্ষে সওয়াল করল ‘দ্য কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন্স অফ ইন্ডিয়া’ (CREDAI)।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, CREDAI গৃহ ঋণ প্রদানের ক্ষেত্রে আয়করের ৮০এস (80S) ধারার অধীনে কর ছাড়ের সীমাও বাড়াতে হবে বলে পরামর্শ দিয়েছে।
দেশজুড়ে ‘দ্য কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন্স অফ ইন্ডিয়া’ (CREDAI)-এর প্রায় ২০ হাজার সদস্য রয়েছে। সমস্যায় চলা রিয়েল এস্টেট সেক্টরকে বাঁচাতে উদ্যোগী হয়েছে CREDAI।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২১-২০২২ অর্থবর্ষের জন্য ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছেন। CREDAI ‘রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট’-এর (RIT) বিনিয়োগকে উৎসাহ দেওয়ার জন্য কর ছাড়ের সুপারিশ করেছিল। পাশাপাশি গৃহ ঋণের মূল পরিমাণ প্রদানের ক্ষেত্রে পৃথক ছাড়েরও পরামর্শ দিয়েছে CREDAI।
দেশের রিয়েল এস্টেট সেক্টর বিগত দুই বছরেরও বেশি সময় ধরে সমস্যায় রয়েছে। করোনা মহামারির কারণে, এই শিল্পে সমস্যা আরও বেড়েছে। এ ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা, দু’পক্ষকেই আয়কর ছাড়ের সুবিধা দেওয়া হলে সমস্যার কিছুটা সুরাহা হবে।
দেশের রিয়েল এস্টেট সেক্টরের উন্নতিতে, আবাসন বিক্রি বাড়াতে সস্তায় গৃহ ঋণ প্রদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনে বৈদেশিক বিনিয়োগকে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। আসন্ন বাজেটেই (Budget 2021) তা সুনিশ্চিত করা জরুরি।