Advertisement

ইউটিলিটি

Gold Hallmarking : উৎসবের মরশুমে পুরনো গয়না বেচে নতুন কিনতে চান, জেনে রাখুন নিয়ম

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 26 Oct 2021,
  • Updated 5:01 PM IST
  • 1/12

Gold Hallmarking: ভারতে উৎসবের মরসুমে অনেক কিছুই কেনাকাটা করা হয়। তার মধ্যে অন্যতম হল সোনা। সোনার মধ্যে মানুষের সবথেকে বেশি কিনে থাকেন গয়না। আমাদের দেশে দীপাবলি-ধনতেরাস (Deepavali-Dhanteras) উৎসবের সোনা কেনাকে শুভ বলে মানা হয়।

  • 2/12

আপনি যদি গত এক বছরে কোনও সোনার গয়না কিনে না থাকেন তো এইবার এই খবরটা নিশ্চয়ই পড়া দরকার। অনেক কিছু জানতে পারবেন। হয়তো আপনার সিদ্ধান্ত বদলে যেতে পারে।

  • 3/12

আসলে সোনার গয়না নিয়ে গোল্ড হলমার্কিং (Gold Hallmarking)-এর নতুন নিয়ম চালু হয়েছে। এবার আপনার মনে প্রশ্ন উঠতে পারে, তাহলে পুরনো সোনার গয়নাগুলো কী হবে? তা বদলাতে কোনও সমস্যায় পড়তে হবে না তো?

  • 4/12

অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, পুরনো গয়না দিয়ে মানুষ নতুন গয়না কেনেন।

  • 5/12

এখন গোল্ড হলমার্কিং (Gold Hallmarking) অনিবার্য হয়ে গিয়েছে। আর তাই নতুন নিয়মের ব্যাপারে জেনে নিতে হবে। বাড়িতে থাকা পুরনো সোনার গয়না নিয়ে মানুষের মনে কিছু বিভ্রান্তি রয়েছে। 

  • 6/12

আমার বাড়িতে থাকা পুরনো সোনার গয়না কোন দামে বিক্রি হবে? হলমার্ক ছাড়া যে গয়না রয়েছে, তা সোনার দোকানে গিয়ে বিক্রি করতে পারব তো? না কি একেবারেই দাম পাবো না? এমন কিছু প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। 

  • 7/12

নতুন নিয়ম বলছে, এখন সোনার গয়নার ব্যাপারীরা হলমার্ক (Gold Hallmarking) ছাড়া কোনও সোনা। বা অন্য কোন জিনিস মানে সোনার গয়না বিক্রি করতে পারবেন না। মানুষের মন থেক সংশয় দূর করার জন্য সরকার বিষয়টা স্পষ্ট করে দিয়েছে।

  • 8/12

সোনার দোকান গ্রাহকদের কাছ থেকে হলমার্ক (Gold Hallmarking) ছাড়াই জুয়েলারি বা গয়না কিনে নিতে পারবে। মানে আপনার কাছে যদি পুরনো থাকে এবং তা হলমার্কিং করা নেই, তাহলে আপনার কোনও সমস্যা হওয়ার কথা নয়।

  • 9/12

গোল্ড হলমার্কিং (Gold Hallmarking)-এর নিয়ম শুধুমাত্র সোনার দোকানের জন্য। গ্রাহককে বিনা হলমার্কের নতুন সোনার গয়না বিক্রি করা যাবে না। কোনও ব্যক্তির কাছে যদি হলমার্ক ছাড়া পুরনো গয়না না থাকে, তাহলে কোনও অসুবিধা নেই। তার ওপর কোনও প্রভাব পড়বে না। আগের মতন হিসেবে বিক্রি করতে পারবেন।

  • 10/12

এর পাশাপাশি কোনও গ্রাহক হলমার্ক ছাড়া সোনার গয়না বিক্রি করতে গেলে তাঁকে হলমার্কিং করাতে হবে না। আর না তা বদলাতে বাধ্য। গ্রাহক নিজের সোনার গয়না ওই গুণমান হিসেবে বাজারের দামে বিক্রি করতে পারবেন। হলমার্কিং (Gold Hallmarking)-এর জন্য দাম কোনও প্রভাব পড়বে না।

  • 11/12

তবে সোনার দোকানে চাইলে পুরনো গয়নায় হলমার্কিং করতে পারেন। এর পাশাপাশি নতুন গয়না বানাতে গেলে, সোনা গলিয়ে তারপর সেটা হলমার্ক করা যেতে পারে। 

  • 12/12

কোনও সোনার দোকান গ্রাহকদের কাছ থেকে পুরনো গয়না না নিলে বা বিনিময় করতে না চাইলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।

Advertisement
Advertisement