Advertisement

ইউটিলিটি

কলকাতার কোন রুটে কোন বাস, জেনে নিন বিস্তারিত: আজ প্রথম পর্ব

সুদীপ দে
  • 05 Dec 2020,
  • Updated 7:56 PM IST
  • 1/5

নিউ নর্মালে অনেকেই কাজের জন্য বাড়ির বাইরে পা রাখতে শুরু করেছেন। কিন্তু মাস ছয়-সাতেক পর অনেকরই খেয়াল নেই অথবা জানেন না যে কলকাতার কোন রুটে কোন বাস চলছে বা কোন বাসের রুট বদলেছে। চলুন একে একে সব জেনে নেওয়া যাক। আজ প্রথম পর্ব...

  • 2/5

1 নম্বর বাস: রামনগর থেকে  পালবাজার, 1A নম্বর বাস: রামনগর থেকে  মুকুন্দপুর, 1B নম্বর বাস: রামনগর থেকে  নয়াবাদ (গাড়িয়া), 3 নম্বর বাস: বাগবাজার থেকে শ্রীরামপুরে, 3 নম্বর বাস: সল্ট লেক টেকনোপোলিস থেকে শ্রীরামপুর।

  • 3/5

3B নম্বর বাস: মিল্ক কলোনি থেকে  নিউ আলিপুর, 3C/1 নম্বর বাস: নাগেরবাজার থেকে  আনন্দপুর, 3C/2 নম্বর বাস: নাগেরবাজার থেকে রুবি হসপিটাল, 3D নম্বর বাস: মিল্ক কলোনি থেকে  সখেরবাজার, 3D/1 নম্বর বাস: মিল্ক কলোনি থেকে  সখেরবাজার।

  • 4/5

12 নম্বর বাস: রাজাবাজার থেকে  রাজাবাগান, 12A নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে রাজাবাগান, 12B নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে  বদরতলা, 12C নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে  পৈলান, 12C/1 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে  শিবরামপুর।

  • 5/5

12C/1A নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে  কোঞ্চোকি, 12C/2 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে  ঠাকদারি, 12AD নম্বর বাস: হাওড়া ময়দান থেকে  আকরাফটক, 12/1 নম্বর বাস: শিয়ালদা থেকে  ফতেপুর ২৮ নম্বর।

Advertisement
Advertisement