Advertisement

ইউটিলিটি

Cyclone Jawad : জাওয়াদের প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টি শুরু, শক্তি বাড়বে রবিবার

সংগ্রাম সিংহরায়
  • কলকাতা,
  • 04 Dec 2021,
  • Updated 10:24 AM IST
  • 1/8

ঘূর্ণিঝড় জাওয়াদ ইতিমধ্যেই শক্তি সঞ্চয় করতে শুরু করেছে। উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

  • 2/8

সুন্দরবনে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তবে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা কম। এই মুহূর্তে পুরী, পারাদ্বীপ, বিশাখাপত্তনপ থেকে গড়ে ৪০০ কিলোমিটার দূরে রয়েছে।

 

 

  • 3/8

আবহাওয়া সূত্রের খবর, আগামী ১২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের ওপর যে গভীর নিম্নচাপ রয়েছে তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে। সেই সময় এর গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার।

  • 4/8

যদিও ঘূর্ণিঝড় এখনও পর্যন্ত কোন পথে যাবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরছে। আগামীকাল সকালের দিকে, এই ঘূর্ণিঝড় পৌঁছে যাবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার কাছাকাছি।

 

  • 5/8

এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। আগামীকাল থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

 

  • 6/8

ঘূর্ণিঝড় জাওয়াদ মোকাবিলায় বিদ্যুত্‍ দফতরের ছুটি বাতিল করেছে রাজ্য। কলকাতা পুরসভায় রবিবার থেকে সচল ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম। ঘূর্ণিঝড়ের সতর্কতায় উপকূলবর্তী জেলাগুলিতে সচেতনতামূলক প্রচার চলছে।

  • 7/8

দিঘা উপকূলজুড়ে প্রচারের সঙ্গে সমুদ্র তীরবর্তী এলাকায় চলছে নজরদারি। নামখানা থানার পক্ষ থেকে হাতানিয়া-দোয়ানিয়া নদীর ওপর প্রচার চলছে।

  • 8/8

বিভিন্ন জায়গায়, বৃষ্টি শুরু হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি. দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি ও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। তবে ঝড়ের গতি কোনদিকে বইবে তার উপর নির্ভর করে বৃষ্টি ও হাওয়ার গতি বদল হতে পারে।

Advertisement
Advertisement