Advertisement

ইউটিলিটি

Egg Price Drop: ২৫ শতাংশ কমল মুরগির ডিমের দাম, একজোড়া কত?

সুদীপ দে
  • 19 Jul 2022,
  • Updated 3:15 PM IST
  • 1/7

সম্প্রতি অনেকটাই কমেছে ভোজ্যতেলের দাম। মাদার ডেয়ারির পর রান্নার তেলের দাম লিটারে ২০-৩০ টাকা কমিয়েছে আদানি উইলমারের ব্র্যান্ড ফরচুন। ফলে কিছুটা স্বস্তি ফিরেছে আম জনতার হেঁশেলে।

  • 2/7

রান্নার তেলের দাম কমার পাশাপাশি সস্তা হয়েছে মুরগির মাংসও। বিগত দুই-তিন সপ্তাহ ধরে লাগাতার কমছে চিকেনের দাম। কলকাতায় বর্তমানে মুরগির মাংস ১৬৫-১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

  • 3/7

চিকেনের দাম কমার পাশাপাশি শেষ দুই-তিন সপ্তাহ ধরে কমতে শুরু করেছে মুরগির ডিমের দাম। শেষ তিন সপ্তাহে ডিমের ধাপে ধাপে প্রায় ২৫-৩০ শতাংশ কমে গিয়েছে।

  • 4/7

ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন (WEST BENGAL POULTRY FEDERATION)-এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১ জুলাই ৫ টাকা ৯০ পয়সা পিস হিসাবে বিক্রি হওয়া মুরগির ডিমের দাম প্রতি পিসে প্রায় দেড় টাকা কমে গিয়েছে।

  • 5/7

ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন (WBPF) ব্রয়লার প্রস্তাবিত হার অনুযায়ী, মঙ্গলবার (১৯ জুলাই) এক পিস মুরগির ডিমের দাম ৪ টাকা ৬০ পয়সা হয়ে গিয়েছে। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারে।

  • 6/7

ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন (WBPF) ব্রয়লার প্রস্তাবিত হার অনুযায়ী, এখন একজোড়া মুরগির ডিমের দাম পাইকারি বাজারে সাড়ে ৯ টাকা। যদিও খুচরো বাজারে ১০ টাকা জোড়াতেই ডিম কিনতে হচ্ছে সাধারণ মানুষকে।

  • 7/7

খুচরো বাজারে কমেছে এক ট্রে (৩০টি ডিম) ডিমের দামও। দুই সপ্তাহ আগে ১৭৫-১৮০ টাকায় বিক্রি হওয়া এক ট্রে ডিম এখন ১৫০-১৫৫ টাকায় কেনা যাচ্ছে। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে প্রায় ২০-২৫ শতাংশ সস্তা হল ডিম।

Advertisement
Advertisement