অনেকেরই সিবিল স্কোর খুব খারাপ। তাই তাদের বড় কোনও লোন পেতে সমস্যা হয়। আর যদিও বা লোন পান, তখন বেশি ইন্টারেস্ট দিতে হয়। যার ফলে বেশি টাকা খরচ হয়।
এই সমস্যার একটা সহজ সমাধান করতে হবে। বাড়াতে হবে ক্রেডিট স্কোর। আর সেই স্কোর বাড়াতে হাতের হাতিয়ার হয়ে উঠতে পারে ক্রেডিট কার্ড। আসুন জেনে নেওয়া যাক যে ঠিক কীভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করলে বাড়বে ক্রেডিট স্কোর!
আপনাকে অবশ্যই ক্রেডিট কার্ডের বিল একবারে দিয়ে দিতে হবে। আর সেটা দিতে হবে সঠিক সময়ে। তাহলেই বাড়বে সিভিল স্কোর। আপনি পরবর্তী সময় ঠিক ঠাক লোন পাবেন।
চেষ্টা করুন ক্রেডিট কার্ডের সম্পূর্ণ ইউটিলাইজশন ব্যবহার না করার। ১০০ শতাংশ ক্রেডিট লিমিট থাকলে ব্যবহার করুন ৩০ থেকে ৪০ শতাংশ। তাহলেই সিবিল স্কোর বাড়বে।
আপনার পুরনো ক্রেডিট কার্ড বন্ধ করবেন না। বরং চেষ্টা সেটা চালান। মাঝে মধ্যে ব্যবহার করুন। তাতেই দেখবেন বৃদ্ধি পাবে ক্রেডিট স্কোর।
নিজের ক্রেডিট কার্ডের পেমেন্ট ম্যানুয়ালি করবেন না। বরং সেটা অটোমেট করে দিন। তাহলেই কাজ হবে। দেখবেন সিবিল স্কোর বাড়বে।
নতুন নতুন ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন না। এটা সিভিল স্কোর কমিয়ে দিতে পারে। তাই এক বা দুটি ক্রেডিট কার্ডের মধ্যেই নিজেকে আবদ্ধ রাখুন। ব্যাস, সমস্যা শেষ।
ক্রেডিট কার্ডের রিপোর্ট চেক করতে হবে নিয়মিত। দেখতে হবে কোনও জালিয়াতি হচ্ছে কি না কার্ডের সঙ্গে। নইলে কমে যেতে পারে ক্রেডিট স্কোর। এমনকী বাড়তি টাকাও খরচ হতে পারে।
পরিশেষে বলি, চেষ্টা করুন লোন যতটা সম্ভব কম নেওয়ার। এমনকী ক্রেডিট কার্ডও কম ব্যবহার করুন। তাহলেই দেখবেন টাকা বাঁচাতে পারবেন।