Advertisement

ইউটিলিটি

Credit Card Limit Increase: ক্রেডিট কার্ডের লিমিট বাড়াতে চান? জেনে নিন ৫ সহজ টেকনিক

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jan 2026,
  • Updated 2:40 PM IST
  • 1/9

অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এই কার্ডের মাধ্যমেই তাঁরা মিটিয়ে ফেলেন বিল। কিন্তু তারপরও তাঁরা বুঝতে পারেন না যে কীভাবে তাঁদের কার্ড লিমিট বাড়বে। 

  • 2/9

এই প্রসঙ্গে বলে রাখি, ক্রেডিট কার্ডের লিমিট বেশি থাকা খুব জরুরি। তাহলেই প্রয়োজনের সময় এই কার্ড আপনি ব্যবহার করতে পারবেন। সামলে নিতে পারবেন বিপদ। 
 

  • 3/9

যদিও মুশকিল হল, অনেকে বুঝতেই পারেন না যে ঠিক কীভাবে বাড়ানো যায় ক্রেডিট কার্ডের লিমিট! আর সেই কারণেই তাঁরা কম লিমিট নিয়ে দিন কাটান। 

  • 4/9

যদিও এই সমস্যার একটা সহজ সমাধান রয়েছে। আপনি চাইলেই ক্রেডিট কার্ডের লিমিট বাড়াতে পারেন। আর সেই পদ্ধতি জানান হল নিবন্ধটিতে। 
 

  • 5/9

সবার আগে আপনাকে ঠিক ঠাক সময়ে বিল পেমেন্ট করতে হবে। তাহলেই দেখবেন ব্যাঙ্ক ক্রেডিট লিমিট বাড়িয়ে নিতে অনুরোধ করবে। আপনাকে আর আলাদা করে কিছু করতে হবে না। 

  • 6/9

ক্রেডিট কার্ডের সব লিমিট ব্যবহার করবেন না। বরং ৩০ শতাংশের মতো ক্রেডিট লিমিট ব্যবহার করুন। তাতেই কাজ হবে। 
 

  • 7/9

নিয়মিত ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। তাহলেই ব্যাঙ্ক আপনার উপর করবেন বিশ্বাস। তাদের পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হবে ক্রেডিট স্কোর। 

  • 8/9

ক্রেডিট স্কোর বাড়াতে হবে। ৭৫০-এর উপরে ক্রেডিট স্কোর নিয়ে যান। তাতেই খেলা ঘুরে যাবে। দেখবেন আপনার লিমিট বাড়িয়ে দেবে নির্দিষ্ট সংস্থা। 
 

  • 9/9

এছাড়া নিজেও ব্যাঙ্কে ফোন করতে পারেন। তাঁদের অনুরোধ করতে পারেন লিমিট বাড়ানোর। তাতেও কাজ হতে পারে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement