Advertisement

ইউটিলিটি

Pension ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়িয়ে ৭৪% করতে পারে কেন্দ্র!

Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Apr 2021,
  • Updated 7:33 PM IST
  • 1/9

Pension-এর ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা FDI-এর দরজা ৭৪ শতাংশ পর্যন্ত খুলে দিতে পারে কেন্দ্রীয় সরকার। সংসদের পরের অধিবেশনেই এই সংক্রান্ত বিল আসতে পারে বলে মনে করা হচ্ছে।

  • 2/9

এদেশে একাধিক Pension তহবিলের দায়িত্ব রয়েছে Pension Fund Regulatory and Development Authority-র আওতায়, যার মধ্যে অন্যতম National Pension System বা NPS।

  • 3/9

সূত্রের খবর, যে আইনের সাহায্যে এই সংস্থাটি তৈরি হয়েছে, সেই আইনে বদল আনতে চায় কেন্দ্র। এখন Pension-এর ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে সর্বোচ্চ ৪৯ শতাংশ ছাড়পত্র দেওয়া আছে। আইন বদলে তাকে ৭৪ শতাংশে নিয়ে যেতে চায় সরকার।

  • 4/9

সূত্রের খবর, National Pension System-কেও Pension Fund Regulatory and Development Authority-র থেকে আলাদা করে দিতে চায় কেন্দ্রীয় সরকার।

  • 5/9

সূত্রের খবর, Pension নিয়ন্ত্রক সংস্থার হাত থেকে বার করে এনে তাকে বোর্ডের আওতায় আনতে চায় কেন্দ্র।

  • 6/9

বোর্ডের যে সদস্যদের মাধ্যমে ওই Pension স্কিমের তহবিল পরিচালিত হবে, তাতে সরকার পক্ষের একটা বড় অংশ থাকতে পারে বলেই জানা গিয়েছে।

  • 7/9

এর আগে বিমা ক্ষেত্রেও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সর্বোচ্চ সীমা ছিল ৪৯ শতাংশ। সম্প্রতি সেই পরিধি বাড়িয়ে ৭৪ শতাংশ করা হয়েছে।

  • 8/9

কেন্দ্রের দাবি, বিমার ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সীমা যখন ২৬ শতাংশ থেকে বাড়িয়ে ৪৯ শতাংশ করা হয়। তারপর থেকে গত পাঁচ বছরে এ দেশে প্রায় ২৬ হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছে।

  • 9/9

বিমার মতো পেনশনের ক্ষেত্রেও সেই সুযোগ দিতে চায় কেন্দ্র। তাই Pension-এর ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে সর্বোচ্চ ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭৪ শতাংশে নিয়ে যেতে চায় সরকার।

Advertisement
Advertisement