Advertisement

ইউটিলিটি

Chicken Price in Bengal: কেজিতে আরও ১৫-২০ টাকা সস্তা হল চিকেন; আজ আপনার জেলায় দাম কত?

সুদীপ দে
  • 09 Aug 2022,
  • Updated 5:47 PM IST
  • 1/8

জুলাই মাসের শেষের দিক থেকে ধাপে ধাপে বাড়তে শুরু করে মুরগির মাংসের দাম। জুলাই মাসের মাঝামাঝি দেড়শো টাকায় নেমে যাওয়া চিকেন অগাস্টে কিলোতে ২০০ টাকায় পৌঁছে যায়।

  • 2/8

তবে গত দিন সাতেক ধরে ফের মুরগির মাংসের দাম কমতে শুরু করেছে। এর মধ্যে উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই চিকেনের দাম প্রায় ১০-১৫ শতাংশ কমেছে। চলুন জেনে নেওয়া যাক মঙ্গলবার (০৯ অগাস্ট, ২০২২) রাজ্যের কোন জেলায় কত যাচ্ছে চিকেনের দাম (WBPF ব্রয়লার প্রস্তাবিত হার)...

  • 3/8

কলকাতায় মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১১৬-১২৪ টাকা, চিকেন (কাটা) ১৮০ টাকা কিলো। হাওড়া আর উত্তর-দক্ষিণ ২৪ পরগনায় মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১০৮-১১৪ টাকা, চিকেন (কাটা) ১৮০ টাকা কিলো।

  • 4/8

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১০৩-১০৯ টাকা আর কাটা ১৭৫ টাকা কিলো। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা চিকেনের দাম কিলোতে ১০০-১০৭ টাকা আর কাটা মাংসের দাম ১৭০ টাকা কিলো।

  • 5/8

হুগলি আর বর্ধমানে মুরগির মাংসের দাম গোটা ১০৪-১১১ টাকা আর কাটা ১৭৫-১৮০ টাকা কিলো। নদিয়ায় গোটা মুরগির মাংসের দাম কিলোতে ১০৮-১১৪ টাকা আর কাটা মাংসের দাম ১৮০ টাকা কিলো।

  • 6/8

বীরভূমে মুরগির মাংসের দাম গোটা ১০৭-১১৩ টাকা কিলো আর কাটা ১৮০ টাকা কিলো। মুর্শিদাবাদে চিকেন (গোটা) প্রতি কিলো ১১১-১১৭ টাকা আর কাটা ১৮৫ টাকা কিলো।

  • 7/8

মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মুরগির মাংসের দাম গোটা ১১২-১১৮ টাকা কিলো আর কাটা ১৯০ টাকা কিলো। জলপাইগুড়িতে চিকেন (গোটা) প্রতি কিলো ১০৪-১১০ টাকা আর কাটা ১৭৫ টাকা কিলো।

  • 8/8

শিলিগুড়িতে গোটা মুরগির মাংসের দাম কিলোতে ১০৮-১১৬ টাকা আর কাটা মাংসের দাম ১৮৫ টাকা কিলো। দার্জিলিংয়ে মুরগির মাংসের দাম গোটা ১১১-১২১ টাকা কিলো আর কাটা ১৯৫ টাকা কিলো। আলিপুরদুয়ারে চিকেন (গোটা) প্রতি কিলো ১১১-১১৭ টাকা আর কাটা মাংস ১৮৫ টাকা কিলো।

Advertisement
Advertisement