চলতি মাসে এখনও পর্যন্ত রাজ্যজুড়ে মুরগির মাংসের দাম কেজিতে প্রায় ১৫-২০ শতাংশ কমেছে। জুন মাসে এই সময় কলকাতায় চিকেনের দাম ছিল মোটামুটি ২২০-২৩০ টাকা কেজি। এক মাসের মধ্যে মুরগির মাংসের দাম কেজিতে প্রায় ৫০-৬০ টাকা কমে গিয়েছে।
এ মাসের শুরু থেকেই রাজ্যের একাধিক জেলায় চিকেনের দাম কেজিতে ২০০ টাকার নীচে চলে আসে। ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন (WEST BENGAL POULTRY FEDERATION)-এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যজুড়েই এখন মুরগির মাংসের দর কেজিতে ১৭০ টাকার বা তারও কমে বিক্রি হচ্ছে।
রাজ্যের অধিকাংশ জেলাতেই চিকেন এখন ১৫০-১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক আজ (১১ জুলাই, ২০২২) কোন জেলায় কত যাচ্ছে মুরগির মাংসের দাম (WBPF ব্রয়লার প্রস্তাবিত হার)...
কলকাতায় মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১০৩-১১১ টাকা, মুরগির মাংস (কাটা) ১৭০ টাকা কেজি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা আর হাওড়াতে চিকেন (গোটা) প্রতি কেজি ৯৪-১০১ টাকা, মুরগির মাংস (কাটা) ১৬০ টাকা কেজি।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ৯০-৯৭ টাকা আর কাটা ১৫৫ টাকা কেজি। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা মুরগির মাংসের দাম কেজিতে ৮৯-৯৬ টাকা আর কাটা মাংসের দাম ১৫০-১৫৫ টাকা কেজি।
বর্ধমানে মুরগির মাংসের দাম গোটা ৯০-৯৬ টাকা কেজি আর কাটা ১৫৫ টাকা কেজি। হুগলিতে চিকেন (গোটা) প্রতি কেজি ৯১-৯৭ টাকা আর কাটা ১৫৫ টাকা কেজি। নদিয়ায় গোটা মুরগির মাংসের দাম কেজিতে ৯৩-৯৯ টাকা আর কাটা মাংসের দাম ১৬০ টাকা কেজি।
বীরভূমে মুরগির মাংসের দাম গোটা ৮৮-৯৪ টাকা কেজি আর কাটা ১৫০ টাকা কেজি। মুর্শিদাবাদে চিকেন (গোটা) প্রতি কেজি ৯০-৯৬ টাকা আর কাটা ১৫৫ টাকা কেজি।
মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মুরগির মাংসের দাম গোটা ৮৮-৯৪ টাকা কেজি আর কাটা ১৫০ টাকা কেজি। কোচবিহারে মুরগির মাংসের দাম গোটা ৯৫-১০১ টাকা কেজি আর কাটা ১৬০ টাকা কেজি। জলপাইগুড়িতে চিকেন (গোটা) প্রতি কেজি ৯৩-৯৯ টাকা আর কাটা ১৬০ টাকা কেজি।
শিলিগুড়িতে গোটা মুরগির মাংসের দাম কেজিতে ৯৭-১০৫ টাকা আর কাটা মাংসের দাম ১৭০ টাকা কেজি। দার্জিলিংয়ে মুরগির মাংসের দাম গোটা ১০০-১১০ টাকা কেজি আর কাটা ১৭৫ টাকা কেজি। আলিপুরদুয়ারে চিকেন (গোটা) প্রতি কেজি ৯৫-১০১ টাকা আর কাটা মাংস ১৬০ টাকা কেজি।