নতুন বছর শুরু হতে এখন মাত্র দেড় মাস বাকি। ছুটির দিক থেকেও, ২০২২ সাল বিশেষ হতে চলেছে। ২০২১ সালের মতো, ২০২২ সালে মোট ৪২টি সরকারি ছুটি থাকবে। এই ছুটি কোন তারিখে পড়বে? সেটা জানাটাও জরুরি।
২০২২ সালে, ১৮টি গেজেটেড ছুটি থাকবে, বাকিগুলি সীমাবদ্ধ ছুটি থাকবে। বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া বা পরিবার নিয়ে গ্রামে বেড়াতে যাওয়া, ছুটির ক্যালেন্ডার দেখেই সিদ্ধান্ত নেওয়া যায়।
জানুয়ারি-ফেব্রুয়ারিতে ছুটি- ১লা জানুয়ারি (নতুন বছর), ১৪ জানুয়ারি (মকর সংক্রান্তি), ১৪ জানুয়ারি (পোঙ্গল), ২৬ জানুয়ারি (প্রজাতন্ত্র দিবস), ৫ ফেব্রুয়ারি (বসন্ত পঞ্চমী),
১৫ ফেব্রুয়ারি (হযরত আলীর জন্মদিন), ১৬ ফেব্রুয়ারি (গুরু রবিদাস জয়ন্তী), ২৬ ফেব্রুয়ারি (মহর্ষি দয়ানন্দ সরস্বতী জয়ন্তী) এবং ২৮ ফেব্রুয়ারি (মহাশিবরাত্রি)।
মার্চ-এপ্রিলে ছুটি- ১৭ মার্চ (হোলিকা দহন), ১৮ মার্চ (দোলযাত্রা), ২০ মার্চ (শিবাজী জয়ন্তী)(পারসি নববর্ষ), ১লা এপ্রিল (চৈত্র সুখলদী),
১৩ এপ্রিল (বৈশাখী), ১৪ এপ্রিল ( মহাবীর জয়ন্তী), ১৫ এপ্রিল (গুড ফ্রাইডে), ১৭ এপ্রিল (ইস্টার) এবং ২৯ এপ্রিল (জামাত-উল-বিদা)।
মে থেকে আগস্ট পর্যন্ত ছুটি - ৭ই মে (রবীন্দ্রনাথের জন্মদিন), ১৫ মে (বুদ্ধ পূর্ণিমা), ৩০শে জুন (রথযাত্রা), ৩০শে জুলাই (মহরম)
১১ই আগস্ট (রাখি), ১৫ আগস্ট (স্বাধীনতা দিবস), ১৮ আগস্ট (জন্মাষ্টমী) এবং ৩০ আগস্ট (গণেশ চতুর্থী)।
সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ছুটি - ৭ সেপ্টেম্বর (ওনাম), ২ অক্টোবর (মহাত্মা গান্ধী জয়ন্তী), ৪ অক্টোবর (দশমী), ৯ অক্টোবর (মিলাদ উন-নবী),
৯ অক্টোবর (মহর্ষি বাল্মীকি জয়ন্তী), ২৪ অক্টোবর (দীপাবলি), ২৬ অক্টোবর (ভাইফোঁটা), ৩০ অক্টোবর (ছট পূজা), ২৪ নভেম্বর (গুরু তেগ বাহাদুর শহীদ দিবস) এবং ২৫ডিসেম্বর (বড়দিন)
তবে যদি দেখা যায় মোট ১২টি ছুটি শনিবার কিংবা রবিবার পড়তে চলেছে। ফলে ছুটিগুলি নষ্ট হতে চলেছে অনেকের।