Advertisement

ইউটিলিটি

স্মার্টফোনে Digital Voter ID ডাউনলোড করবেন? জেনে নিন কী করতে হবে

সুদীপ দে
  • 11 Feb 2021,
  • Updated 12:32 PM IST
  • 1/7

এ বার Digital হচ্ছে Voter ID কার্ড! আজ থেকেই বাড়িতে বসেই শুধুমাত্র মোবাইল নম্বর দিয়েই Voter ID কার্ডের ই-সংস্করণ ডাউনলোড করা যাবে। নির্বাচন কমিশনের (Election Commission) উদ্যোগে সোমবার থেকেই চালু হচ্ছে Voter ID কার্ডের ই-সংস্করণ ডাউনলোড করার সুবিধা।

  • 2/7

Voter ID কার্ডের ই-সংস্করণ চালু হওয়ার ফলে Voter ID কার্ড হারিয়ে গেলেও কোনও রকম সমস্যায় পড়তে হবে না সাধারণ মানুষকে। সোমবার জাতীয় ভোটার দিবসেই (National Voter Day) দেশজুড়ে চালু হল E-EPIC পরিষেবা বা Digital Voter ID কার্ড।

  • 3/7

E-EPIC বা Digital Voter ID কার্ডের ডাউনলোড করা ই-সংস্করণে ভোটারের যাবতীয় তথ্যই থাকবে যার ভিত্তিতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা।

  • 4/7

E-EPIC বা Digital Voter ID কার্ডের ক্ষেত্রে ২টি QR কোড থাকবে যার মধ্যে একটি QR কোডে ভোটারের নাম, ঠাকানা-সহ নানা তথ্য থাকবে আর অন্যটিতে থাকবে ওই ভোটারের বুথ নম্বর, পার্ট নম্বর, ভোটার সংখ্যা।

  • 5/7

যাঁদের Voter ID কার্ডের সঙ্গে বৈধ ফোন নম্বর লিঙ্ক করা আছে, শুধু তাঁরাই E-EPIC ডাউনলোড করতে পারবেন। কিন্তু কী ভাবে নিজের স্মার্টফোনে E-EPIC ডাউনলোড করবেন? এর জন্য প্রথমে একটি স্মার্ট অ্যাপ মোবাইলে ইনস্টল করে নিতে হবে। চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

  • 6/7

প্রথমে Google Play Store বা App Store থেকে Voter Helpline App ডাউনলোড করুন। সেখানে আপনার Voter ID কার্ডে থাকা এপিক নম্বর (EPIC Number) বা মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে।

  • 7/7

Voter Helpline App-এ রেজিস্টার করার পর লগইন করুন। এখানে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর আর এপিক নম্বর (EPIC Number) দিয়ে রাজ্য নির্বাচন করে Fetch Details-এ ক্লিক করুন। তার পর নির্দেশ মেনে ডাউনলোড করে নিন আপনার E-EPIC বা Digital Voter ID কার্ড।

Advertisement
Advertisement