Advertisement

ইউটিলিটি

IRCTC-র টিকিট বুকিংয়ের নতুন নিয়ম জানেন তো! না জানলে দেখে নিন

সুদীপ দে
  • 14 Dec 2020,
  • Updated 4:26 PM IST
  • 1/9

করোনা পরিস্থিতির জেরে এখনও স্বাভাবিক হয়নি রেল পরিষেবা। বিশেষ করে এখনও দেশজুড়ে দূরপাল্লার ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

  • 2/9

এর ফলে অধিকাংশ ক্ষেত্রেই টিকিটের চাহিদা এখন তুঙ্গে। দীর্ঘ ওয়েটিং লিস্টে একরাশ অনিশ্চয়তায় দিন কাটছে হাজার হাজার যাত্রীর। আর এই সুযোগকেই কাজে লাগাতে সক্রিয় হয়ে উঠেছে অসাধু দালাল চক্র।

  • 3/9

দালাল চক্রের ফাঁদে পা দিয়ে অসংখ্য যাত্রীকে প্রতাড়িত হতে হচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে ভুয়ো টিকিটের সংখ্যাও। 

  • 4/9

এই দালাল চক্রের সক্রিয়তা আর যাত্রী প্রতারণায় রাশ টানতে এ বার টিকিট বুকিংয়ের নিয়মে সামান্য পরিবর্তন এনেছে IRCTC।

  • 5/9

এতদিন পর্যন্ত IRCTC-র ওয়েবসাইট থেকে টিকিট কাটার সময় মোবাইল নম্বর দেওয়ার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট নিয়ম ছিল না। ফলে যে কোনও ফোন নম্বর দেওয়া যেত। এ বার থেকে আর তা চলবে না।

  • 6/9

এখন থেকে যাত্রীদেরকে নিজের মোবাইল নম্বর দিয়েই টিকিট কাটতে হবে। এই নতুন নিয়মে আখেরে উপকৃত হবেন যাত্রীরাই। 

  • 7/9

এ বার থেকে শেষ মুহূর্তে কোনও ট্রেন বাতিল হলে বা ট্রেনের সময়সূচী পরিবর্তিত হলে, যাত্রীরা তাঁর মোবাইল নম্বরে SMS নোটিফিকেশন পেয়ে যাবেন।

  • 8/9

নতুন নিয়মে ট্রেন ছাড়ার মাত্র ৩০ মিনিট আগেই প্রকাশ করা হচ্ছে দ্বিতীয় রিজার্ভেশন চার্ট। ফলে শেষ মুহূর্তেও বহু যাত্রীর অনিশ্চিত টিকিট ‘কনফার্ম’ হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এ ক্ষেত্রেও যাত্রীরা তাঁর মোবাইল নম্বরে SMS নোটিফিকেশন পেয়ে যাবেন।

  • 9/9

বর্তমানে WhatsApp-এর মাধ্যমে রেলের যাত্রীরা খুব সহজেই রিয়েল-টাইম PNR স্ট্যাটাস এবং অন্যান্য আরও তথ্য পেয়ে যাচ্ছেন। এই কারণেই অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করার সময় যাত্রীদের নিজের মোবাইল ফোনের নম্বর দেওয়ার একান্ত আবশ্যক হয়ে পড়েছে।

Advertisement
Advertisement