Advertisement

ইউটিলিটি

Jamai Sasthi 2022 Market Rate: চিংড়ি-ইলিশ, মাংস-মিষ্টি; কেমন থাকবে জামাইষষ্ঠীর বাজারদর?

Aajtak Bangla
  • 04 Jun 2022,
  • Updated 11:01 PM IST
  • 1/9

বাজারদর আগুন! তবুও জামাইষষ্ঠীর বাজার জমজমাট। খুচরো বাজারে খাসির মাংস, মুরগির মাংস, মাছ— সবেরই দাম বেশ চড়া। ইলিশ থেকে চিংড়ি, আম থেকে মিষ্টি কিনতে গেলেই হাতে ছ্যাঁকা লাগছে। 

  • 2/9

ফল, ফুল, মিষ্টি সব কিছুরই দাম ১৫-২০ শতাংশ বেড়ে গিয়েছে। সকালের বাজার যদিও নাগালে, রাতের বাজারে ডেরা দাম সবকিছুর। চলুন এক নজরে দেখে নেওয়া যাক জামাইষষ্ঠীর বাজারদর (স্থানীয় বাজার দরে সামান্য হের ফের হতে পারে)।

  • 3/9

জামাইষষ্ঠীর বাজারে প্রথমেই আসা যাক ইলিশের দামে। ৫০০-৬৫০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০-৭০০ টাকা কেজি দরে। ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ কিনতে হচ্ছে ১৪০০-১৫০০ টাকা কেজিতে।

  • 4/9

পার্বনের বাজারে গলদা চিংড়ি কেজি প্রতি ৫৫০-৬০০ টাকা, বাগদা চিংড়ি প্রতি কিলো ৬৫০-৭০০ টাকা। পাবদা ৩৫০-৪৫০ টাকা, পার্শে ৩৫০-৪০০ টাকা আর ভেটকি মাছ প্রতি কিলো ৪৫০-৫৫০ টাকা।

  • 5/9

রুই মাছ (গোটা) প্রতি কিলো ১২০-১৪০ টাকা, রুই মাছ (কাটা) প্রতি কিলো ১৮০-২০০ টাকা, কাতলা মাছ (গোটা) প্রতি কিলো ২২০-২৫০ টাকা, কাতলা মাছ (কাটা) প্রতি কিলো ২৮০-৩৫০ টাকা। 

  • 6/9

মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১৪৫-১৫৫ টাকা, মুরগির মাংস (কাটা) প্রতি কিলো ২৩০-২৪০ টাকা, পাঁঠা / খাসির মাংস প্রতি কিলো ৬৮০-৭২০ টাকা।

  • 7/9

জামাইষষ্ঠীর বাজারে আমের দাম রাতারাতি দ্বিগুণ বেড়ে গিয়েছে। হিমসাগর, ল্যাংড়া, ফজলি ৮০-১০০ টাকা কেজি থেকে বেড়ে এখন ১৮০-২০০ টাকা কেজিতে বিকোচ্ছে। লিচু, তরমুজের দামও বেশ চড়া।

  • 8/9

এবার আসা যাক বাঙালির শেষ পাতের মিষ্টির কথায়। জামাইষষ্ঠীর বাজারে মিষ্টির দামও খানিকটা বেড়েছে। ৬ টাকার রসগোল্লা ৮ টাকা পিস হয়েছে, রসমালাই, সরপুলি, জলভরা সন্দেস, ক্ষীর কদম, মালাই চপ— সবেরই দাম ২০-২৫ শতাংশ বেড়েছে।

  • 9/9

যে সব দোকানে দাম বাড়েনি, সেখানে ঘণ্টা খানেক লাইনে দাঁড়িয়েও পছন্দের মিষ্টি পাচ্ছেন না জামাই-শশুররা। ফলে ল্যাংচা, লেডিকিনি, কালাকাঁদ, ছানাপোড়া, রসগোল্লা দিয়েই পাত ভরানোর আয়োজন করতে হচ্ছে। মিষ্টি দইয়ের দাম না বাড়লেও আকাশছোঁয়া চাহিদার ঠেলায় জোগান-মজুতে ভাটা পড়েছে।

Advertisement
Advertisement