Advertisement

ইউটিলিটি

Pension Scheme: ১৫,০০০ টাকা বিনিয়োগ প্রতি মাসে মিলবে ১ লাখ টাকা পেনশন!

Aajtak Bangla
  • 13 Sep 2021,
  • Updated 6:19 PM IST
  • 1/8

ন্যাশনাল পেনশন স্কিম (NPS) হল কেন্দ্রীয় সরকারের অন্যতম সামাজিক সুরক্ষা প্রদানকারী উদ্যোগ। সেই প্রকল্পে সরকারি, বেসরকারি এবং অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা স্বেচ্ছায় বিনিয়োগ করতে পারেন। তাতে নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত টাকা দেওয়ার সুযোগ আছে। যা পরবর্তীকালে পেনশন হিসেবে পাবেন গ্রাহক।

  • 2/8

ন্যাশনাল পেনশন স্কিমে (NPS) অ্যাকাউন্ট খোলার সময় গ্রাহককে দুটি বিকল্প দেওয়া হয়, অ্যাক্টিভ মোড এবং অটো মোড। এছাড়াও অ্যানুইটির জন্য কত টাকা বিনিয়োগ করবেন, তা নির্ধারণ করতে হয় গ্রাহকদের।

  • 3/8

মাসে কত টাকা পেনশন পাবেন, সেই অঙ্কটা অ্যানুইটির পরিমাণের উপর নির্ভর করছে। এই অ্যানুইটির জন্য গ্রাহককে নেট ন্যাশনাল পেনশন স্কিমের (NPS) ম্যাচুরিটি অর্থের ন্যূনতম ৪০ শতাংশ বিনিয়োগ করতে হয়।

  • 4/8

যদি আপনি মোটা অঙ্কের পেনশন চান, তাহলে তাহলে আপনাকে Net NPS Maturity অর্থ বাবদ বিনিয়োগের পরিমাণ বাড়াতে হবে। অ্যানুইটি ক্রয়ের উপর গ্রাহক ৬ শতাংশের মতো বার্ষিক অ্যানুইটি রিটার্ন পেতে পারেন।

  • 5/8

ন্যাশনাল পেনশন স্কিমের (NPS) নিয়মানুযায়ী, অ্যানুইটি ক্রয়ের জন্য Net NPS Maturity অর্থের ন্যূনতম ৪০ শতাংশ টাকা বিনিয়োগ করতে হয়। তবে এ ক্ষেত্রে বিনিয়োগের অঙ্কের কোনও ঊর্ধ্বসীমা নেই। অর্থাৎ, কোনও গ্রাহক Net NPS Maturity অর্থের ১০০ শতাংশই অ্যানুইটি ক্রয়ের জন্য ব্যবহার করতে পারেন।

  • 6/8

তবে বিশেষজ্ঞদের মতে, Net NPS Maturity অর্থের ৬০ শতাংশ অর্থই অ্যানুইটি ক্রয়ের জন্য বিনিয়োগ করা উচিত। বাকি ৪০ শতাংশ টাকা রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ! কারণ, অবসরের পর কোনও জরুরি প্রয়োজনে এই অর্থই কাজে লাগতে পারে।

  • 7/8

কেউ যদি ন্যাশনাল পেনশন স্কিমের (NPS) অ্যাকাউন্টে ৬০ শতাংশ : ৪০ শতাংশ অনুপাতে ৩০ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে সুদের হার ১০ শতাংশ থেকে ১০.৪ শতাংশ পর্যন্ত হতে পারে। এর মধ্যে ইক্যুইটিতে ৬০ শতাংশ অর্থ থেকে ন্যূনতম ৭.২ শতাংশ রিটার্ন পাওয়া যাবে। একই ভাবে বাকি জমা টাকায় ৩.২ শতাংশ রিটার্ন মিলবে। দুয়ে মিলে মোট ১০.৪ শতাংশ পর্যন্ত রিটার্ন মিলবে।

  • 8/8

ন্যাশনাল পেনশন স্কিমের (NPS) অ্যাকাউন্টে ৬০ শতাংশ : ৪০ শতাংশ অনুপাতে ৩০ বছরের জন্য বিনিয়োগ করে মাসে ১ লক্ষ টাকা করে পেনশন পেতে হলে প্রতি মাসে কত টাকা করে জমা রাখতে হবে? এ ক্ষেত্রে প্রতি মাসে ১৫,০০০ টাকা করে ন্যাশনাল পেনশন স্কিমের (NPS) অ্যাকাউন্টে জমা করলেই ম্যাচুরিটিতে ১,৩৬,৭৫,৯৫২ টাকা পাওয়া যাবে। অর্থাৎ, প্রতি মাসে মিলবে ১ লক্ষ টাকা করে পেনশন।

Advertisement
Advertisement