Advertisement

ইউটিলিটি

Christmas Offer: WhatsApp-এ বিশেষ স্টিকার, জেনে নিন কীভাবে পাঠাবেন

Aajtak Bangla
  • 24 Dec 2020,
  • Updated 11:12 AM IST
  • 1/6

বড়দিনে স্টিকার প্যাক অফার করছে  WhatsApp। সাধারণত বিশেষ বিশেষ উৎসবে স্টিকারের জন্য থার্ড পার্টি অ্যাপের ওপর নির্ভর করতে হয়। তবে যদি ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে আপনি কোনও সৃজনশীল স্টিকার দিয়ে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনকে শুভেচ্ছা জানাতে চান তাহলে তার উপায় জেনে নিন। 

  • 2/6

গুগল প্লে স্টোরে যান এবং হোয়াটসঅ্যাপের জন্য ক্রিসমাস স্টিকার টাইপ করুন।
 

  • 3/6

সেখানে রয়েছে অনেক অ্যাপ। পছন্দ মতো অ্যাপ বেছে নিন। এক্ষেত্রে বন্ধুদেরকে স্টিকার পাঠানোর জন্য জন্য Christmas Stickers Pack 2020 – WAStickersApps কিংবা Christmas Stickers for WhatsApp (WaStickersApp)-এর মতো অ্যাপ ডাউনলোড করতে পারেন। 

  • 4/6

ডাউনলোডের পর অ্যাপটি খুলুন। সেখানে ক্রিসমাস সম্পর্কিত অনেক স্টিকার দেখতে পাবেন। সেগুলিকে হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত করতে '+' বোতামটি টিপুন। স্টিকারগুলি উইন্ডোর উপরে ডানদিকে দেখতে পাবেন।
 

  • 5/6

এরপর একটি ছোট বাক্স দেখা যাবে। তাতে লেখা দেখাবে আপনি এটিকে হোয়াটসঅ্যাপে যুক্ত করতে চান কি না। এরপর ADD বোতাম টিপতে হবে। এর সঙ্গে সঙ্গেই অ্যাড করা নতুন স্টিকারটি আপনি হোয়াটসঅ্যাপে দেখতে পাবেন। তারপর যাঁকে পাঠাতে চান তাঁর চ্যাট ওপেন করতে হবে। 

  • 6/6

এরপর আপনার টাইপিং বারে স্মাইলিতে ক্লিক করে স্টিকার সেকশনে যান। সেখানেই আপনি দেখতে পাবেন ক্রিসমাস স্টিকার। 
 

Advertisement
Advertisement