Advertisement

ইউটিলিটি

Double Return Plan: এই LIC পলিসিতে নিয়মিত মাত্র ৭৫ টাকা দিয়ে ম্যাচুরিটিতে পান ১০ লাখ!

Aajtak Bangla
  • 30 Sep 2021,
  • Updated 1:51 PM IST
  • 1/7

করোনা মহামারির কারণে বিমা বা ইনসিওরেন্সের গুরুত্ব বুঝেছেন অনেকেই। তাই এখন হয়তো আর কেউই বিমাকে ‘অপচয়’ বা ‘বাজে খরচ’ বলে মনে করেন না। করোনার ভয়াবহতা যত বেড়েছে, জীবনবিমার গুরুত্বও তত বুঝেছেন সাধারণ মানুষ। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) একটি নতুন পরিকল্পনা নিয়েছে।

  • 2/7

দেশের বৃহত্তম বিমা সংস্থা LIC ‘New Jeevan Anand পলিসি’তে সুরক্ষার পাশাপাশি সঞ্চয়েরও সুবিধা দিচ্ছে। পলিসির মেয়াদ শেষ হওয়ার আগেই যদি গ্রাহকের মৃত্যু হয়, তা হলে মনোনীত ব্যক্তির হাতে টাকা তুলে দেওয়া হয়।

  • 3/7

অন্য দিকে, জীবিত থাকলে এককালীন থোক টাকাও পাবেন গ্রাহক। এখানে দেখে নিতে পারেন LIC-র New Jeevan Anand পলিসির অন্যতম কয়েকটি বৈশিষ্ট। এই পলিসিতে নিয়মিত মাত্র ৭৫ টাকা দিয়ে ম্যাচুরিটিতে ১০ লাখ টাকা পেতে পারেন!

  • 4/7

LIC-র New Jeevan Anand পলিসি কেনার জন্য ন্যূনতম এবং সর্বোচ্চ বয়সের সীমা যথাক্রমে ১৮ এবং ৫০ বছর। পলিসির মেয়াদ সর্বনিম্ন ১৫ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর। যে কোনও ব্যক্তি একক ভাবে ১ লক্ষ টাকার ন্যূনতম বুনিয়াদি নিশ্চিত রাশির (basic sum assured) LIC-র New Jeevan Anand পলিসি কিনতে পারবেন। তবে এর জন্য কোনও সর্বাধিক সীমা নেই।

  • 5/7

পলিসিধারক মেয়াদ শেষে স্বীকৃত সরল রিভারশনারি বোনাস (Reversionary Bonus) এবং চূড়ান্ত অতিরিক্ত বোনাসের সঙ্গে বুনিয়াদি নিশ্চিত রাশি হাতে পাবেন। পাশাপাশি পলিসির উপর শর্তসাপেক্ষ ঋণের সুবিধাও রয়েছে। আয়কর আইনের আওতায় এই পলিসিতে নির্দিষ্ট সীমা পর্যন্ত বিনিয়োগে কর ছাড়ের সুবিধা পাওয়া যায়।

  • 6/7

যদি পলিসিধারকের বয়স ২৪ বছর হয় এবং তিনি এই পলিসিতে প্রতিদিন ৭৫ টাকা জমা দেন, তাহলে মেয়াদপূর্তিতে তিনি ১০ লক্ষ টাকা পাবেন। এটি ৫ লক্ষ টাকার নিশ্চিত রাশির জন্য প্রিমিয়াম। এর জন্য বার্ষিক প্রিমিয়াম প্রায় ২৭ হাজার টাকা, যা দৈনিক ভিত্তিতে প্রায় ৭৬ টাকা।

  • 7/7

২১ বছরের জন্য এই পলিসি কিনলে এই ২১ বছরে মোট ৫.৬৫ লক্ষ টাকা প্রিমিয়াম হিসাবে জমা দিতে হবে। ম্যাচুরিটিতে বোনাস সহ মোট ১০ লক্ষ ৪০ হাজার টাকা পাওয়া যাবে।

Advertisement
Advertisement