শেয়ারে বিনিয়োগ মানেই যে লক্ষ লক্ষ টাকার পুঁজি নিয়ে নামতে হবে, তার কোনও মানে নেই! মাত্র ১০,০০০ টাকা বিনিয়োগ করেও এক বছরে ২ লক্ষ টাকারও বেশি রিটার্ন দিয়েছে, এমন স্টকও রয়েছে বাজারে।
২০২১ সালে, শেয়ার বাজারে তালিকাভুক্ত অনেক সংস্থার শেয়ারই বিনিয়োগকারীদের রাজারাতি লাখপতি করে দিয়েছে। বাজারের গতিকে পুঁজি করে মানুষ এখন সোনা থেকে টাকা বের করে স্টকে বিনিয়োগ করছে। সাম্প্রতিককালে বড় স্টকের তুলনায় স্মলক্যাপ স্টকগুলি বিনিয়োগকারীদের অনেক বেশি রিটার্ন দিয়েছে। তেমনই একটি মাল্টিব্যাগার শেয়ার হল Astral।
প্লাস্টিক পাইপ প্রস্তুতকারী সংস্থা Astral-এর শেয়ার দর বিগত এক দশকে লাফিয়ে লাফিয়ে বেড়েছে। অনেক বেশি রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। ১০ বছর আগেই Astral-এর শেয়ার দর ছিল ২৩.৮২ টাকা যা এখন বেড়ে ২,১৬০ টাকা করে হয়ে গিয়েছে।
অর্থাৎ, হিসেব করে দেখলে বোঝা যাবে মাত্র ১০ বছরে Astral-এর শেয়ার দর ৯০.৬৮ গুণ বৃদ্ধি পেয়েছে। অন্য কোনও ক্ষেত্রে এই বিপুল অঙ্কের রিটার্ন এক কথায় অবিশ্বাস্য!
১০ বছর আগে Astral-এর শেয়ারে যাঁরা ১০ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন, বর্তমানে তাঁদের মূলধন বেড়ে ৯ লক্ষ টাকারও বেশি হয়ে গিয়েছে।
ঠিক ৬ মাস আগেই ছিল Astral-এর শেয়ার দর ছিল ১৫৯১ টাকা। এক মাস আগেই এই স্টকের দাম বেড়ে ১৯৮২.০৫ টাকায় লেনদেন করেছে। অর্থাৎ, বিগত ৬ মাসে Astral-এর শেয়ার দর প্রতি মাসে প্রায় এক থেকে দেড় শতাংশ করে বেড়েছে।
১০ বছর আগে Astral-এর শেয়ারে যাঁরা ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন, বর্তমানে তাঁদের মূলধনের পরিমাণ ৯০.৬৮ গুণ বৃদ্ধি পেয়ে ৯০ লক্ষ টাকা ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলেন, শেয়ারে বিনিয়োগ যথেষ্ট ঝুঁকিপূর্ণ! তবে ঝুঁকি না নিলে এই বিপুল অঙ্কের রিটার্ন কল্পনারও অতীত!