Advertisement

ইউটিলিটি

LPG Price Hike: কালীপুজোর আগে ফের বাড়তে পারে রান্নার গ্যাসের দাম!

Aajtak Bangla
  • 28 Oct 2021,
  • Updated 5:38 PM IST
  • 1/7

সবজি থেকে শুরু করে পেট্রোল-ডিজেল পর্যন্ত সবকিছুরই মুদ্রাস্ফীতির কবলে পড়ছেন সাধারণ গ্রাহক। দীপাবলির আগে ফের একবার বাড়তে পারে রান্নার গ্যাসের দাম! সূত্রের খবর, নভেম্বরের প্রথম সপ্তাহে দেশজুড়ে এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে পারে।

  • 2/7

রান্নার গ্যাসের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী! গত ৬ অক্টোবর ২০২১ তারিখেই ১৪.২ কেজি ডমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা বাড়ানো হয়েছিল। জুলাই থেকে এ পর্যন্ত এলপিজি সিলিন্ডারের দাম ৯০ টাকা বেড়েছে।

  • 3/7

গত ১ অগাস্ট, ২০২০ সালে দেশের রাজধানী দিল্লি আর মুম্বাইতে ভর্তুকিহীন ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৫৯৪ টাকা। কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ছিল ৬২১ টাকা,  চেন্নাইতে দাম ছিল ৬১০ টাকা ৫০ পয়সা।

  • 4/7

বিগত ১০ মাসে ২৯০ টাকা বেড়েছে ১৪.২ কেজির ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম! শুধু রান্নার গ্যাসের দাম বৃদ্ধিই নয়, কেন্দ্র সরকার করোনার সময় সিলিন্ডারের ভর্তুকি উল্লেখযোগ্য হারে কমিয়ে দিয়েছে। ফলে রান্না করার জন্য গ্যাস জ্বালাতে ট্যাঁকে রীতিমতো টান পড়ছে আম জনতার।

  • 5/7

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) গৃহস্থালির গ্যাস সিলিন্ডারে গ্রাহকদের দেওয়া ভর্তুকি ২০২০-২১ অর্থবর্ষে ১,৭২৫.৫৪ কোটি টাকায় নেমে এসেছে, যা গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। তথ্য অধিকার (RTI) আইনের অধীনে এই খবর প্রকাশিত হয়েছে।

  • 6/7

২০১৯-’২০ অর্থবর্ষে কেন্দ্র এলপিজি গ্যাস সিলিন্ডারে ভর্তুকি দিয়েছিল ২৯ হাজার ৬২৭ কোটি টাকা। ২০২০-’২১ অর্থবর্ষে তা কমে ১,৭২৫.৫৪ কোটি টাকায় নেমে এসেছে। চলতি অর্থবর্ষের জন্য কেন্দ্র হিসেবে ১২৪০ কোটি টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে।

  • 7/7

অক্টোবরে সর্বশেষ মূল্যবৃদ্ধির পর, ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দিল্লি আর মুম্বাইতে ৮৮৪ টাকা ৫০ পয়সা হয়েছে। কলকাতায় ৯১১ টাকায় কিনতে হচ্ছে রান্নার গ্যাসের ১৪.২ কেজির সিলিন্ডার। চেন্নাইতে ৯০০ টাকা ৫০ পয়সা হয়ে গেছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম।

Advertisement
Advertisement