Advertisement

ইউটিলিটি

Aajker Bazar Dar: একাদশীতে সস্তায় সবজি-চিকেন, জেনে নিন রুই-কাতলা-ইলিশের দাম

Aajtak Bangla
  • 06 Oct 2022,
  • Updated 10:16 AM IST
  • 1/10

দুর্গাপুজো শেষ। আজ একাদশী। তবে রাজ্যজুড়ে এখনও উৎসবের মেজাজ। এর মধ্যেই বাজারের কিছু জিনিসপত্রের দাম আজ সামান্য হেরফের হয়েছে। সস্তা হয়েছে কিছু শাক-সবজি, মুরগির মাংস। পাশাপাশি মাছের দামেও কিছুটা পরিবর্তন হয়েছে। চলুন জেনে নেওয়া যাক আজকের শাক-সবজি, মাছ-মাংসের দাম (স্থানীয় বাজার দরে সামান্য হের ফের হতে পারে)...

  • 2/10

বৃহস্পতিবার খুচরো বাজারে জ্যোতি আলুর দাম ৩০-৩৫ টাকা কেজি (পাইকারি দাম ২২-২৫ টাকা কেজি), চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা কেজি দরে (পাইকারি দাম ৩৫-৩৮ টাকা কেজি)।

  • 3/10

পেঁয়াজের দাম আজ খুচরো বাজারে ৩০-৩৫ টাকা কেজি (পাইকারি দাম কেজিতে ১৯-২১ টাকা), আদা বিক্রি হচ্ছে কেজিতে ১০০-১২০ টাকায়, রসুন কেজি ৮০-১০০ টাকা, কাঁচালঙ্কা বিক্রি হচ্ছে কেজিতে ১০০-১২০ টাকায়, ক্যাপসিকাম/ বেলপেপার ২৫০-৩০০ টাকা কেজি, পাতিলেবু ১০ টাকায় ৩-৪ পিস।

  • 4/10

কুমড়ো কেজিতে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে, পেঁপে ২০ টাকা কেজি, থোর কেজিতে ৩০-৪০ টাকায় z হচ্ছে, বাঁধাকপি কেজিতে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে, ফুলকপি ১৫-২০ টাকা পিস, কাঁকরোল ৬০ টাকা কেজি, লাউ বিক্রি হচ্ছে কেজিতে ৪০ টাকায়।

  • 5/10

কুঁদরি কেজিতে ২০ টাকা, পটল ৪০-৫০ টাকা কেজি, ঢ্যাঁড়স ৪০ টাকা কেজি, চালকুমড়ো কেজিতে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে, টমেটো বিক্রি হচ্ছে কেজিতে ৫০-৬০ টাকায়, উচ্ছে ৪০ টাকা কেজি, ঝিঙা কেজিতে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।

  • 6/10

ইঁচড় কেজিতে ৪০ টাকা, বরবটি বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে, চিচিঙ্গা কেজিতে ৪০ টাকা, মোচা ৩০-৪০ টাকা কেজি, গাঁটি কচু কেজি ৫০ টাকা, মটরশুঁটি কেজিতে ৫০-৬০ টাকা, ধনেপাতা ১০-২০ টাকা আঁটি (২০০-২৫০ টাকা কেজি), কল্মি শাক ১০ টাকা আঁটি, লাল শাক ১০ টাকা আঁটি।

  • 7/10

গোটা রুই মাছ ১২০-১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, কাটা রুই মাছের দাম কেজিতে ১৬০-১৮০ টাকা, গোটা কাতলা ২২০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কাটা কাতলার দাম বৃহস্পতিবার ২৬০-৩২০ টাকা কেজি, পাবদা মাছ বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকা কেজি দরে, পার্শে মাছের দাম ৩০০-৩৫০ টাকা কেজি, বোয়াল বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকা কেজিতে, মাগুড় ৩৫০-৪০০ টাকা কেজি, চিতল বিক্রি হচ্ছে ৬৫০-৮০০ টাকা কেজি দরে।

  • 8/10

বৃহস্পতিবারের বাজারে মোটামুটি ৪০০-৪৫০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে ৫০০-৬৫০ টাকায়। মোটামুটি ৫০০-৭০০ গ্রামের ইলিশের দাম আজ ৭০০-৯৫০ টাকা কেজি। এদিকে ৭৫০ গ্রাম থেকে ১ কেজির ইলিশ কেজিতে ১,২০০-১,৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

  • 9/10

মুরগির মাংস (গোটা) কেজিতে ১২৫-১৩৪ টাকা, মুরগির মাংস (কাটা) ১৮০-১৮৫ টাকা কেজি, পাঁঠা / খাসির মাংস ৬৮০-৭৫০ টাকা কেজি।

  • 10/10

তেলাপিয়া মাছ ১২০-১৮০ টাকা কেজি, আমুদি মাছ ১২০-১৬০ টাকা কেজি, মৌরোলা ৩৫০-৩৫০ টাকা কেজি, ট্যাংরা মাছ ১৮০-২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, ভোলা মাছের দাম ১২০-৩৫০ টাকা কেজি, ভেটকি মাছ বিক্রি হচ্ছে ৪৫০-৫৫০ টাকা কেজিতে, গলদা চিংড়ি ৫০০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, বাগদা চিংড়ির দাম ৭০০-৯০০ টাকা কেজি।

Advertisement
Advertisement