Advertisement

ইউটিলিটি

যাঁরা মদ খান, তাঁদের শরীরে কী কাজ করবে করোনার টিকা?

সুদীপ দে
  • 17 Dec 2020,
  • Updated 5:32 PM IST
  • 1/7

এখন অধিকাংশ মানুষই মনে রাখার জন্য খুব একটা মাথা ঘামান না। কারণ, কোনও প্রশ্ন মাথায় এলেই প্রথমে সে বিষয়ে গুগলে সার্চ করে নেন। উত্তর আর ব্যাখ্যার লম্বা তালিকা খুলে যায় চোখের সামনে।

  • 2/7

ইদানীং, বিশ্বজুড়ে সবচেয়ে চর্চিত বিষয় হল করোনাভাইরাস ও তার প্রতিষেধক। সম্প্রতি এই বিষয়ে সবচেয়ে বেশি গুগলে সার্চ করছেন হাজার হাজার মানুষ। চলুন তেমনই কতগুলি প্রশ্ন এবং তার উত্তরে আলোকপাত করা যাক...

  • 3/7

কবে থেকে পাওয়া যাবে করোনার টিকা? বিভিন্ন উৎপাদনকারী সংস্থার থেকে পাওয়া ইঙ্গিত অনুযায়ী, নতুন বছরের শুরুতেই জানুয়ারির মধ্যেই পাওয়া যাবে এই টিকা। বেসরকারী ভাবে এই টিকা মার্চ মাসের মধ্যে বাজারে চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

  • 4/7

সকলেরই কি করোনার টিকা নেওয়া জরুরি? বিশেষজ্ঞদের মতে, সকলেরই করোনার টিকা নেওয়া জরুরি।

  • 5/7

করোনা টিকার মোট কটি ডোজ, কত দিনের ব্যবধানে নেওয়া উচিৎ? বিশেষজ্ঞদের মতে, করোনা টিকার মোট দুটি ডোজ দেওয়া হবে। প্রথম ডোজ দেওয়ার ২১ দিন থেকে ২৮ দিন বাদে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

  • 6/7

যাঁরা মদ খান, তাঁদের শরীরে কী কাজ করবে করোনার টিকা? বিশেষজ্ঞদের মতে, করোনার টিকা আসলে শরীরের প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতেই দেওয়া হয়। আর অ্যালকোহল শরীরের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। তাই করোনার টিকা নেওয়ার আগে ও পরে মদ না খাওয়াই ভাল।

  • 7/7

বিশেষজ্ঞদের মতে, টিকা নেওয়ার আগ ও পরে অন্তত দু সপ্তাহ থেকে এক মাস মদ্যপান না করাই ভাল। রাশিয়াতে একই কারণে ইতিমধ্যেই টিকা নেওয়ার আগের একমাস ও পরবর্তী একমাস মদ্যপান না করার নির্দেশ জারি করা হয়েছে।

Advertisement
Advertisement