দেশজুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়তে থাকা করোনা সংক্রমণে দোসর হাসপাতালে অক্সিজেন আর বেডের আকাল! দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এখন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী।
অক্সিজেনের আকালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের রাজধানী শহর দিল্লিতে। ফলে ক্রমশ ঊর্ধ্বমুখী চাহিদা আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেনের কালোবাজারি! বাজারে হু হু করে বাড়ছে Oxygen Concentrator-এর চাহিদাও।
এই পরিস্থিতিতে সঙ্কটজনক করোনা রোগীর প্রাণ বাঁচাতে এগিয়ে এলো রাজ্যের শিল্পাঞ্চলের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান NIT Durgapur। বাজার চলতি দরের প্রায় অর্ধেক দামে Oxygen Concentrator তৈরি করে ফেলেছেন NIT Durgapur-এর একদল কৃতি।
নিজেদের তৈরি সুলভ এই Oxygen Concentrator-এর নাম রাখা হয়েছে ‘Pranayam’। এই Oxygen Concentrator সম্পর্কে NIT Durgapur নিজেদের ওয়েবসাইটে জানাতেই চারিদিকে হইচই শুরু হয়ে গিয়েছে ‘Pranayam’-কে নিয়ে।
নিজেদের তৈরি এই Oxygen Concentrator বাণিজ্যিকভাবে উৎপাদন করতে চেয়ে এর প্রযুক্তি হস্তান্তর করতে চাইলেও ‘Pranayam’-এর বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে একটি শর্ত রেখেছে NIT Durgapur। তাদের শর্ত হল, কোনও ভাবেই বাণিজ্যিক ভাবে মুনাফা লাভের আশায় এর দাম বেশি নেওয়া চলবে না।
দেশজুড়ে করোনা সঙ্কটকালে ‘দুষ্প্রাপ্য’ এই জীবনদায়ী যন্ত্রটির দাম কমিয়ে সেটিকে সহজলভ্য করে তোলাই ‘Pranayam’ তৈরির অন্যতম উদ্দেশ্য। বাণিজ্যিক ভাবে মুনাফা লাভের এর দাম বেশি নিলে NIT Durgapur-এর ওই মহৎ প্রচেষ্টা অর্থহীন হয়ে যাবে।
NIT Durgapur-এর এই আবিষ্কারে Oxygen Concentrator ভারতের বাজারে সহজলভ্য হবে। দেশের বাজারে ‘Pranayam’-এর মতো তুলনামূলক সস্তা Oxygen Concentrator-এর জোগান বাড়লে Oxygen সিলিন্ডারের জন্য হন্য হয়ে ঘুরতে হবে না সঙ্কটাপন্ন রোগীর পরিবারকে।
বলে রাখা ভাল, চিকিৎসক মহলে এই Oxygen Concentrator কোনও নতুন যন্ত্র নয়। এই যন্ত্র বাতাস থেকে বায়ু শোষণ করে নানা পদ্ধতিতে তা থেকে বেশি মাত্রায় অক্সিজেন টেনে এনে রোগীর শরীরে এর ঘাটতি পূরণে সাহায্য করে।
এই Oxygen Concentrator বাতাস টেনে আনে যন্ত্রের জিওলাইট চেম্বারে। এখানে ৭০ শতাংশ নাইট্রোজেনকে আলাদা করে দিয়ে বিশুদ্ধ অক্সিজেন দেওয়া হয় রোগীকে। প্রতি মিনিটে ৫ লিটার বা ১০ লিটার— এই দুই ধরনের Oxygen Concentrator যন্ত্র রয়েছে।
বাজারে একটি সঠিক গুণমানের Oxygen Concentrator যন্ত্রের দাম ৬০-৬৫ হাজার টাকা। মূলত বিদেশ থেকেই এই যন্ত্র আনা হতো। তবে বিদেশি প্রযুক্তিতে একাধিক সংস্থা এ দেশেও এই মেশিন প্রস্তুত করছে। তবে তা সত্ত্বেও Oxygen Concentrator যন্ত্রের দাম ‘Pranayam’-এর মতো ৩০-৩৫ হাজারে আনা সম্ভব হয়নি।