Advertisement

ইউটিলিটি

Fuel Prices Today: রেকর্ড উচ্চতায় টানা ২৩ দিন থমকে পেট্রোল-ডিজেলের দর! দাম কমার অপেক্ষায় আম জনতা

Aajtak Bangla
  • 09 Aug 2021,
  • Updated 10:26 AM IST
  • 1/10

জুলাই মাসে মোট ৯ বার বেড়েছে পেট্রোলের দাম আর ৫ বার ডিজেলের দাম বেড়েছে! একশো টাকা পার করা পেট্রোল আর একশো ছুঁই ছুঁই ডিজেলের দামে রীতিমতো নাভিশ্বাস উঠছে আম জনতার। কিন্তু তেমন কোনও বিকল্প ব্যবস্থা না থাকায় হাত পুড়িয়েই গাড়িতে তেল ভরতে হচ্ছে সাধারণ মানুষকে।

  • 2/10

শনিবার থেকে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের ডাকা তেলের ট্যাঙ্কারের ধর্মঘট উঠতেই একটু একটু করে পাম্পগুলিতে পেট্রোল-ডিজেলের জোগান স্বাভাবিক হতে শুরু করেছে। কিন্তু এক মাস ধরে একশো টাকা পার করা পেট্রোলের দাম এখনও কমেনি।

  • 3/10

বর্তমানে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী। তবুও ১৫ এপ্রিলের পর আর দাম কমেনি তেলের। জুলাই মাসে মোট ৯ বার বেড়েছে পেট্রোলের দাম আর ৫ বার ডিজেলের দাম বেড়েছে! চলুন জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম…

  • 4/10

দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ১০১ টাকা ৮৪ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮৯ টাকা ৮৭ পয়সা।

  • 5/10

কলকাতায় সোমবার পেট্রোলের দাম প্রতি লিটারে ১০২ টাকা ০৮ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৯৩ টাকা ০২ পয়সা। 

  • 6/10

মুম্বইয়ে আজ প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৭ টাকা ৮৩ পয়সা আর ডিজেলের দাম ৯৭ টাকা ৪৫ পয়সা।

  • 7/10

সোমবার চেন্নাইতে পেট্রোলের দাম ১০১ টাকা ৪৯ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ৩৯ পয়সা।

  • 8/10

এই চার মহানগর ছাড়াও বেঙ্গালুরুতে আজ এক লিটার পেট্রোলের দাম ১০৫ টাকা ২৫ পয়সা আর ডিজেলের দাম ৯৫ টাকা ২৬ পয়সা প্রতি লিটার।

  • 9/10

লখনউতে সোমবার এক লিটার পেট্রোলের দাম ৯৮ টাকা ৯২ পয়সা আর ডিজেলের দাম ৯০ টাকা ২৬ পয়সা প্রতি লিটার।

  • 10/10

সোমবার পটনায় আজ পেট্রোল প্রতি লিটারে ১০৪ টাকা ২৫ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৫ টাকা ৫৭ পয়সা।

Advertisement
Advertisement