Advertisement

ইউটিলিটি

Fuel Prices Today: সাময়িক স্বস্তি! আজ অপরিবর্তিত Petrol, Diesel-এর দাম

Aajtak Bangla
  • 24 Feb 2021,
  • Updated 10:38 AM IST
  • 1/8

তেলের দামের রদবদল আন্তর্জাতিক দামের উপর নির্ভর করে। শুধুমাত্র পেট্রোলিয়াম সংস্থাগুলিই তেলের দাম নির্ধারণ করছে। অপরিশোধিত তেলের দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ার ফলে দেশজুড়ে পেট্রোল এবং ডিজেলের দামেও তার প্রভাব পড়ছে।

  • 2/8

টানা ১২ দিন বৃদ্ধির পর রবি ও সোমবারে অপরিবর্তিত ছিল Petrol, Diesel-এর দাম! মঙ্গলবারে তেলের দাম বাড়লেও বুধবার ফের অপরিবর্তিত Petrol, Diesel-এর দাম। জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে জ্বালানির দাম...

  • 3/8

দিল্লিতে আজ পেট্রলের দাম লিটার প্রতি ৯০ টাকা ৯৩ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮১ টাকা ৩২ পয়সা।

  • 4/8

মুম্বইয়ে বুধবার প্রতি লিটারে পেট্রোলের দাম ৯৭ টাকা ৩৪ পয়সা আর ডিজেলের দাম ৮৮ টাকা ৪৪ পয়সায় পৌঁছেছে।

  • 5/8

বুধবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৯১ টাকা ১২ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৪ টাকা ২০ পয়সা হয়েছে।

  • 6/8

চেন্নাইতে আজ পেট্রোলের দাম ৯২ টাকা ৯০ পয়সা আর ডিজেলের দাম ৮৬ টাকা ৩১ পয়সায় পৌঁছেছে।

  • 7/8

চার মহানগর ছাড়াও উত্তর প্রদেশের রাজধানী লখনউতে বুধবার এক লিটার পেট্রোলের দাম ৮৯ টাকা ১৩ পয়সা আর ডিজেলের দাম ৮১ টাকা ৭০ পয়সা প্রতি লিটার হয়েছে।

  • 8/8

বুধবার পটনায় পেট্রোল প্রতি লিটারে ৯৩ টাকা ৫৬ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৬ টাকা ৮৭ পয়সায় পৌঁছেছে।

Advertisement
Advertisement