Advertisement

ইউটিলিটি

SBI Doorstep Banking Service: গ্রাহকের বাড়ি গিয়ে ব্যাঙ্কিং পরিষেবা দেবে SBI! জানুন রেজিস্ট্রেশনের পদ্ধতি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 May 2021,
  • Updated 12:26 PM IST
  • 1/9

দেশজুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লক্ষের কাছেই থাকছে। বাড়তে থাকা করোনা সংক্রমণে দোসর হাসপাতালে অক্সিজেন আর বেডের আকাল!

  • 2/9

করোনা সংক্রমণ ঠেকাতে দেশের ২৮ রাজ্যে চলছে লকডাউন। এ রাজ্যেও ক্রমশ উদ্বেগজনক হচ্ছে করোনা পরিস্থিতি। লকডাউনেও জরুরি পরিষেবা হিসাবে সীমিত সময়ের জন্য খোলা থাকছে ব্যাঙ্কের শাখা।

  • 3/9

তবে ব্যাঙ্কের শাখা খোলা থাকলেও লকডাউনে গণপরিবহণ বন্ধ থাকায় সেখানে যেতে পারছেন না অনেকেই। এই পরিস্থিতিতে গ্রাহকদের স্বার্থে Doorstep Banking Service চালু করল ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI)।

  • 4/9

করোনা অতিমারীতে ব্যাঙ্কের শাখায় ছোটার প্রয়োজন নেই, এ বার বাড়ি বসেই ব্যাঙ্কিং পরিষেবা পেতে পারবেন দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের গ্রাহকরা।

  • 5/9

স্টেট ব্যাঙ্কের (SBI) এই Doorstep Banking পরিষেবায় নতুন চেক বই, পে অর্ডার, আইটি চালান, ড্রাফট, চেক ইত্যাদির পিকআপ পরিষেবা পাওয়া যাবে।

  • 6/9

পাশাপাশি স্টেট ব্যাঙ্কের (SBI) এই Doorstep Banking পরিষেবায় মিলবে পে অর্ডার, ড্রাফট, টার্ম ডিপোজিট, TDS, Form 16 সার্টিফিকেট ইত্যাদির রিসিপ হোম ডেলিভারি পরিষেবাও।

  • 7/9

স্টেট ব্যাঙ্কের (SBI) এই Doorstep Banking পরিষেবায় উপকৃত হবেন অবসরপ্রাপ্ত প্রবীণরাও। পেনশনভোগীদের জন্য ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা KYC ডকুমেন্ট সংগ্রহের মতো সুবিধাগুলি তাঁরা বাড়িতে বসেই পেয়ে যাবেন।

  • 8/9

কী ভাবে পাবেন এই সুবিধা? SBI Doorstep Banking Service পেতে হলে গ্রাহককে আগাম রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য টোল-ফ্রি নম্বর 1800 1037 188 অথবা 1800 1213 721 নম্বরে কল করে রেজিস্ট্রেশন করাতে হবে।

  • 9/9

SBI Doorstep Banking পরিষেবায় টাকা তোলা ও জমা দেওয়ার ক্ষেত্রে রয়েছে একটি নির্দিষ্ট সীমা। দিনে ২০ হাজার টাকা পর্যন্ত তোলা অথবা জমা করতে পারবেন গ্রাহক। পরিষেবার সার্ভিস চার্জ বাবদ প্রতি ভিজিটে নন-ফিন্যান্সিয়াল লেনদেনে গুনতে হবে ৬০ টাকা সঙ্গে অতিরিক্ত GST, ফিন্যান্সিয়াল লেনদেনের চার্জ ১০০ টাকা সঙ্গে অতিরিক্ত GST।

Advertisement
Advertisement