দেশজুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এখন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের ওপরেই থাকছে।
দেশজুড়ে ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৮ হাজার জন, প্রাণ হারিয়েছেন ৩,৪১৭ জন মানুষ।
এ রাজ্যেও ক্রমশ উদ্বেগজনক হচ্ছে করোনা পরিস্থিতি। তার উপর অ্যাম্বুলেন্সের সঙ্কট ক্রমশ মাথা চাড়া দিচ্ছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।
ব্যাঙ্ক সূত্রে খবর, এখনও স্টেট ব্যাঙ্কের (SBI) সমস্ত গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC জমা দেওয়া হয়নি। অথচ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু রাখার জন্য KYC জমা দেওয়া বাধ্যতামূলক!
বর্তমানে দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তার গ্রাহকদের জন্য KYC জমা দেওয়ার মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে। এ কথা ব্যাঙ্কের তরফে টুইট করে জানানো হয়েছে।
স্টেট ব্যাঙ্কের (SBI) নতুন ঘোষণা অনুযায়ী, যে সমস্ত গ্রাহক এখনও KYC জমা দেননি, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও আগামী ৩১ মে পর্যন্ত সক্রিয় থাকবে।
KYC জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধির পাশাপাশি করোনার পরিস্থিতির কথা মাথায় রেখে ব্যাঙ্কের সমস্ত গ্রাহকের জন্য বিশেষ টোল ফ্রি নম্বর চালু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এছাড়া, ইমেলের মাধ্যমেও নিজেদের জরুরি নথি ব্যাঙ্কে পাঠিয়ে KYC আপডেট করে নিতে পারবেন গ্রাহকরা।
স্টেট ব্যাঙ্ক (SBI) জানিয়েছে, 1800 112 211 এবং 1800 425 3800-এই দুটি টোল ফ্রি নম্বরে ফোন করেই অধিকাংশ পরিষেবা পেতে পারেন গ্রাহকরা। করোনার সঙ্কটকালে ব্যাঙ্কের শাখায় আসার দরকার নেই।
এছাড়াও, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে ভিডিও KYC সুবিধা চালু করেছে SBI। সঞ্চয়ী অ্যাকাউন্ট খোলার জন্য গ্রাহকদের আর ব্যাঙ্কের শাখায় যাওয়ার দরকার নেই। SBI তার মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ YONO-এ ভিডিও KYC ভিত্তিক অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করেছে।