Shorter Work Week: দেশে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক এক অফিসে কাজ করার সময় আলাদা আলাদা। কোথাও সারা সপ্তাহে পাঁচ দিন, কোথাও আবার সপ্তাহে ৬ দিন চাকরি করতে হয়।
কাজের হিসাব করলে দেখা যায়, এ দেশে কর্মীরা সপ্তাহ জুড়ে মোটামুটি ৪০ থেকে ৪৮ ঘণ্টা অফিসে থাকেন। কিন্তু সারা বিশ্বে এমন দেশও রয়েছে যেখানে সপ্তাহে ৩০ ঘণ্টাও কাজ করতে হয় না।
অর্গানাইজেশন ফর ইকোনমিক কর্পোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (OECD)-এর রিপোর্ট অনুযায়ী, সারা বিশ্বে অফিসে সবচেয়ে কম সময় ব্যয় করেন নেদারল্যান্ডসের বাসিন্দারা।
নেদারল্যান্ডসের চাকুরিজীবীরা সারা সপ্তাহে গড়ে মাত্র ২৯.৫ ঘণ্টা কাজ করেন। নেদারল্যান্ডসের পর নাম আসে ডেনমার্কের। সারা সপ্তাহে গড়ে ৩২.৫ ঘণ্টা কাজ করেন ডেনমার্কে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা।
ডেনমার্কের পর তালিকার তৃতীয় স্থানে রয়েছে নরওয়ে। সারা সপ্তাহে গড়ে ৩৩.৬ ঘণ্টা কাজ করেন নরওয়ের কর্মীরা। সুইজারল্যান্ডের অধিবাসীরা সারা সপ্তাহে গড়ে ৩৪.৬ ঘণ্টা অফিসের সঙ্গে যুক্ত থাকেন।
সুইজারল্যান্ডের পর তালিকায় রয়েছে অস্ট্রিয়ার নাম। ওইসিডি-র রিপোর্ট অনুযায়ী সারা সপ্তাহে গড়ে ৩৫.৫ ঘণ্টা অফিসের সঙ্গে যুক্ত থাকেন অস্ট্রিয়ার বাসিন্দারা।
অস্ট্রিয়ার পাশাপাশি সময়ের মাপকাঠিতে এক জায়গায় রয়েছে বেলজিয়াম। অর্গানাইজ়েশন ফর ইকোনমিক কর্পোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (OECD)-এর রিপোর্ট অনুযায়ী, সপ্তাহ জুড়ে গড়ে ৩৫.৫ ঘণ্টা অফিসের সঙ্গে যুক্ত থাকেন বেলজিয়ামের পেশাদার কর্মীরা।
সারা সপ্তাহে গড়ে ৩৫.৫ ঘণ্টা অফিসে কাজের সঙ্গে যুক্ত থাকেন ইটালির বাসিন্দারা। ইটালির পরে নাম রয়েছে আয়ারল্যান্ডের। সারা সপ্তাহে আয়ারল্যান্ডের অফিসগুলিতে গড়ে ৩৫.৬ ঘণ্টা কাজ করেন কর্মীরা।
সুইডেনের অফিসগুলিতে সারা সপ্তাহে গড়ে ৩৬ ঘণ্টা করে কাজ করেন কর্মীরা। তালিকায় সুইডেনের পরে রয়েছে ফিনল্যান্ডের নাম। সারা সপ্তাহে গড়ে ৩৬.৩ ঘণ্টা অফিস করেন ফিনল্যান্ডের কর্মীরা।