Advertisement

ইউটিলিটি

Road Tax Rebate: নতুন গাড়ি কিনলে রোড ট্যাক্সে ২৫% ছাড় দেবে কেন্দ্র! শর্ত একটাই

Aajtak Bangla
  • 08 Oct 2021,
  • Updated 11:19 AM IST
  • 1/7

বায়ুদূষণ রুখতে Vehicle Scrapping Policy-র উপর জোর দিচ্ছে কেন্দ্র। নতুন এই ‘স্ক্র্যাপেজ পলিসি’র মাধ্যমে পরিবেশ-বান্ধব যানবাহনের ব্যবহার বাড়ানোর পাশাপাশি বায়ুদূষণের অংশীদার পুরনো গাড়িগুলিকে বাতিল করা হবে।

  • 2/7

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পুরনো যানবাহনের স্ক্র্যাপিংয়ে নতুন যান কেনার ক্ষেত্রে জাতীয় যানবাহন স্ক্র্যাপিং নীতির আওতায় টোল (রোড ট্যাক্স) কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

  • 3/7

২৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে দেওয়া হবে। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যানবাহনের স্ক্র্যাপ নীতিতে গাড়ির মালিকদেরকে পুরনো ও দূষণকারী যানবাহন ফেলে দেওয়ার জন্য অনুপ্রাণিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

  • 4/7

কেন্দ্র জানিয়েছে, স্ক্র্যাপের জন্য গাড়ি জমা দেওয়ার ক্ষেত্রে প্রাপ্ত সার্টিফিকেটের ভিত্তিতে গাড়ির মালিকদের এই ছাড় দেওয়া হবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে এই ছাড় ২৫ শতাংশ এবং বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে ১৫ শতাংশ পর্যন্ত। কেন্দ্র বলেছে যে, যাত্রীপরিবহী গাড়ির ক্ষেত্রে এই ছাড় ৮ বছর এবং মালবাহী গাড়ির ক্ষেত্রে ১৫ বছর পর্যন্ত পাওয়া যাবে।

  • 5/7

স্ক্র্যাপেজ নীতির অধীনে, ফিটনেস পরীক্ষা এবং স্ক্র্যাপিং কেন্দ্র সম্পর্কিত নিয়ম ১ অক্টোবর ২০২১ থেকে কার্যকর হয়েছে। সরকার এবং পিএসইউ-এর ১৫ বছরের পুরনো যানবাহন বাতিল করার নিয়ম ১ এপ্রিল, ২০২২ থেকে প্রযোজ্য হবে। বাণিজ্যিক যানবাহনের জন্য প্রয়োজনীয় ফিটনেস পরীক্ষার নিয়মগুলি ১ এপ্রিল, ২০২৩ থেকে কার্যকর হবে। অন্যান্য যানবাহনের জন্য প্রয়োজনীয় ফিটনেস পরীক্ষার নিয়মগুলি ১ জুন, ২০২৪ থেকে পর্যায়ক্রমে কার্যকর করা হবে।

  • 6/7

স্ক্র্যাপেজ সেন্টারটি ন্যাশনাল ক্রাইম ব্যুরোর সঙ্গেও যুক্ত হবে। যানবাহন পোর্টালের সাথে লিঙ্ক করার নিয়ম রাখা হয়েছে যাতে পুরাতন যানবাহন সহজেই নিবন্ধিত হতে পারে এবং একই ভিত্তিতে নতুন সার্টিফিকেট পাওয়া যায়। এই সমস্ত রেকর্ড একটি অনলাইন পোর্টালে পাওয়া যাবে। শুধুমাত্র পুরনো যানবাহন বাতিল করার পর নতুন যানবাহনে ছাড় দেওয়া হবে।

  • 7/7

বর্তমানে পুরনো যানবাহনের রেজিস্ট্রেশন রিনিউ করার চার্জ ৬০০ টাকা। কিন্তু ১৫ বছরের পুরনো যানবাহনের জন্য এটি ৫০০ টাকা হবে। নতুন নিয়ম আগামী বছরের এপ্রিলে কার্যকর হবে। বর্তমানে, পুরনো বাইকের রেজিস্ট্রেশন রিনিউ করার জন্য ৩০০ টাকা দিতে হবে, যা পরে নতুন নিয়ম অনুযায়ী ১,০০০ টাকা হয়ে যাবে। ১৫ বছরের বেশি বয়সী বাস বা ট্রাকের ফিটনেস রিনিউ করার জন্য ১২,৫০০ টাকা দিতে হবে। বর্তমানে এই হার ১,৫০০। যদি গাড়িটি একটি মাঝারি পণ্য বা যাত্রীবাহী গাড়ি হয়, তাহলে এর চার্জ হবে ১০,০০০ টাকা।

Advertisement
Advertisement