পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা মিলিয়ে মোট ১৬,৫০০টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন (WBBPE)। চলুন জেনে নিন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি তথ্য আর ঘরে বসেই আবেদন করুন অনলাইনে...
প্রাথমিক শিক্ষক পদের জন্য প্রার্থীদের এনসিটিই (NCTE) নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং ট্রেনিং থাকতে হবে। আবেদনকারীদের টেট ২০১৪-এ উত্তীর্ণ হতে হবে। তফশিলি জাতি-উপজাতি, ওবিসি, প্রাক্তন সেনাকর্মী, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় পাবেন।
আবেদনকারীর বয়স ১ জানুয়ারি, ২০২০ তারিখ পর্যন্ত ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রাথমিক শিক্ষক পদের বেতন ২৮,৯০০ টাকা, সঙ্গে অন্যান্য সরকারি ভাতাও পাবেন।
স্কুলটি যে মাধ্যমের (ভাষা), আবেদনকারীকে ওই ভাষায় পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে এবং উচ্চমাধ্যমিক বা সমতুল্য বোর্ডে ওই ভাষাটি প্রথম বা দ্বিতীয় ভাষা হিসেবে থাকতে হবে। সকল আবেদনকারীকেই ইংলিশ এবং অঙ্ক নিয়ে মাধ্যমিক বা সমতুল্য বিষয়ে পাশ করতে হবে এবং তার সার্টিফিকেট থাকতে হবে।
আবেদনকারীকে উচ্চমাধ্যমিক বা সমতুল্য বোর্ডের সার্টিফিকেটটি যদি অন্য কোনও রাজ্যের বোর্ড বা কাউন্সিলের হয় (ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ছাড়া), তাহলে সেই বোর্ড বা কাউন্সিল কেন্দ্রীয় সরকার অথবা সংশ্লিষ্ট রাজ্য সরকার স্বীকৃত হতে হবে।
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। প্রথমে দরখাস্তে উল্লিখিত এনসিটিই (NCTE) নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস-২৯১৬ অনুযায়ী সমস্ত খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখার পর প্রার্থীকে ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টের জন্য ডাকা হবে।
আগামী ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি, ২০২১ পর্যন্ত ইন্টারভিউ এবং অ্যাপ্টিটিউড টেস্ট হবে। আগামী ৬ জানুয়ারির মধ্যে অনলাইনে www.wbbpe.org বা wbbprimaryeducation.org ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক শিক্ষক পদের জন্য আবেদন জানাতে হবে। আবেদনের ফি বাবদ ২০০ টাকা দিতে হবে। তবে তফশিলি জাতি-উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের এই ফি বাবদ মাত্র ৫০ টাকা দিতে হবে।