Advertisement

ইউটিলিটি

NTA JEE Main 2021: পরীক্ষা শুরু ফেব্রুয়ারি থেকে, রইল সম্পূর্ণ সূচী

সুদীপ দে
  • 28 Dec 2020,
  • Updated 4:28 PM IST
  • 1/6

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ২০২১-এ ৪টি সেশনে JEE Main 2021 পরীক্ষা পরিচালনা করবে। NTA পরীক্ষার্থীদের সম্ভাব্য নানা প্রশ্নের উত্তর নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। ইতিমধ্যেই JEE Main 2021 পরীক্ষার সম্পূর্ণ সূচী প্রকাশিত হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে।

  • 2/6

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র মতে, অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য খুঁটিয়ে দেখলে পরীক্ষার্থীরা JEE Main 2021 পরীক্ষা সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। পরীক্ষার্থীরা সবকটি সেশনে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। এর জন্য তাঁদের প্রত্যেকবার রেজিস্ট্রেশন ফি দিতে হতে পারে।

  • 3/6

১৬ জানুয়ারি, ২০২১-এর মধ্যে সেরে ফেলতে হবে রেজিস্ট্রেশন। আবেদন করতে হবে এই লিঙ্ক থেকে: রেজিস্ট্রেশন করুন। ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার সিলেবাসে কোনও পরিবর্তন করা হয়নি। তবে বিভিন্ন বোর্ডের সিলেবাস কমে যাওয়ার কারণে পরীক্ষার প্যাটার্নে সামান্য পরিবর্তন করা হয়েছে।

  • 4/6

শিক্ষার্থীদের এখন থেকে ৯০টি প্রশ্নের মধ্যে শুধুমাত্র ৭৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। বাকি ১৫টি প্রশ্ন ঐচ্ছিক প্রশ্ন হিসাবেই বিবেচিত হবে, যার কোনও ‘নেগেটিভ মার্কিং’ থাকবে না। B.Arch-এর জন্য অঙ্কন পরীক্ষা ছাড়া অন্যান্য সমস্ত বিষয় কেবলমাত্র অনলাইন মোডে পরীক্ষা নেওয়া হবে। এ বার জেনে নেওয়া যাক JEE Main 2021 পরীক্ষার সম্পূর্ণ সূচী...

  • 5/6

ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে—এই চার মাসে JEE Main 2021 পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার সম্পূর্ণ সূচী বা তারিখগুলি অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রথম সেশন অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি, ২০২১ পর্যন্ত।

  • 6/6

JEE Main 2021 পরীক্ষার দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হবে ১৫ মার্চ থেকে ১৮ মার্চ, ২০২১ পর্যন্ত। এই পরীক্ষার তৃতীয় সেশন অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল, ২০২১ পর্যন্ত। ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার চতুর্থ সেশন অনুষ্ঠিত হবে ২৪ মে থেকে ২৮ মে, ২০২১ পর্যন্ত।

Advertisement
Advertisement