ঘূর্ণিঝড় 'দানা'-র তাণ্ডবের আশঙ্কায় ইস্ট-কোস্ট রেলওয়ে বুধবার থেকে ১৭৮টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব উপকূলীয় রেলের এক বিবৃতিতে জানানো হয়েছে যে ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হচ্ছে। এমনকি শনিবার ও রবিবারের কয়েকটি ট্রেনও বাতিলের তালিকায় যুক্ত হয়েছে।
বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল:
হাওড়া-ফলকনুমা এক্সপ্রেস
শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস
হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস
শালিমার-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস
হাওড়া-তিরুচিরাপল্লি সুপারফাস্ট এক্সপ্রেস
হাওড়া-চেন্নাই মেল
শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস
শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস
শালিমার-পুরী গরিবরথ এক্সপ্রেস
নয়াদিল্লি-পুরী পুরুষোত্তম এক্সপ্রেস
হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস
এছাড়াও, এইসব রুটের বেশ কয়েকটি ডাউন ট্রেনও বাতিল করা হয়েছে।
প্রবল ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের কারণে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করে দিয়েছে, তারা যেন বাতিল ট্রেনের তালিকা দেখে নিজেদের ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নেন।
যাত্রার আগে আপডেট জানতে এবং প্রয়োজনীয় পরামর্শের জন্য রেলের হেল্পলাইন ও ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় ‘দানা’-র কারণে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে ট্রেন পরিষেবায় আরও বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।