Advertisement

21 July TMC Shahid Diwas : TMC-র শহিদ দিবসে কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রিত, যে পথে চলবে গাড়ি

এই বছর শহিদ দিবসে আবারও চেনা ছবি দেখা যাবে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। এদিকে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আয়োজিত এই সমাবেশের দিনে শহরের বেশকিছু রাস্তায় নিয়ন্ত্রিত হবে যান চলাচল। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jul 2022,
  • अपडेटेड 10:03 PM IST
  • তৃণমূলের শহিদ দিবসের প্রস্তুতি তুঙ্গে
  • ফের দেখা যেতে পারে চেনা ছবি
  • যানবাহন নিয়ে বিজ্ঞপ্তি জারি পুলিশের

আর কয়েকদিন পরেই ২১ জুলাই (21 July TMC Shahid Diwas)। শহিদ দিবস উদযাপন তৃণমূলের। সেইজন্য ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। এই বছর শহিদ দিবসে আবারও চেনা ছবি দেখা যাবে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। এদিকে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আয়োজিত এই সমাবেশের দিনে শহরের বেশকিছু রাস্তায় নিয়ন্ত্রিত হবে যান চলাচল। 

ট্রাফিকের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ জুলাই ভোর ৪টে থেকে রাত ৯টা অবধি শহরের বেশকিছু রাস্তায় যান চলাচল থাকবে একমুখী। সেই রাস্তাগুলি হল - 

রাস্তা                                                                                       অভিমুখ
আমহার্স্ট স্ট্রিট                                                                          উত্তর থেকে দক্ষিণ
বিধান সরণি (কে সি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড)              দক্ষিণ থেকে উত্তর
কলেজ স্ট্রিট                                                                             দক্ষিণ থেকে উত্তর
ব্রেবোর্ন রোড                                                                            উত্তর থেকে দক্ষিণ
স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট)                   দক্ষিণ থেকে উত্তর
বি বি গাঙ্গুলি স্ট্রিট                                                                     পূর্ব থেকে পশ্চিম
বেন্টিঙ্ক স্ট্রিট                                                                             দক্ষিণ থেকে উত্তর
নিউ সিআইটি রোড                                                                   পশ্চিম থেকে পূর্ব
রবীন্দ্র সরণি (বিকে পাল অ্যাভিনিউ থেকে লালাবাজার স্ট্রিট)        দক্ষিণ থেকে উত্তর

Advertisement

এছাড়া কলকাতা পুলিশের এলাকায় ওইদিন ভোর ৩টে থেকে রাত্রি ৮টা পর্যন্ত সমস্ত রকমের পণ্যবাহী যানবাহনের চলাচলের ওপরেও নিষেধাজ্ঞা জারি থাকছে বলে জানানো হয়েছে। পাশাপাশি ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকা, হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথেড্রাল রোডের মাঝে এজেসি বোস রোড-সহ বেশিকিছু রাস্তায় গাড়ি পার্কিংয়ের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে।  

আরও পড়ুননা মুখ, না রণনীতি...কেন বিভ্রান্ত ও ব্যর্থ মনে হচ্ছে বিরোধীদের

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement