Advertisement

Trains Running Late: আজ বহু দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে, কোন ট্রেন কতক্ষণ লেট? তালিকা

আজ অর্থাত্‍ পয়লা জানুয়ারি বছরের প্রথম দিনেই বহু দূরপাল্লা ট্রেন লেটে চলছে। একনজরে দেখে নেওয়া যাক, আজ কোন কোন দূরপাল্লার ট্রেন কত লেটে চলছে।

একাধিক ট্রেন দেরিতে চলছে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jan 2024,
  • अपडेटेड 9:27 AM IST
  • ২১টির বেশি ট্রেন লেটে চলছে
  • পর্যটনের মরশুমে বিপাকে যাত্রীরা
  • রেলের তরফে তালিকা প্রকাশ করা হয়েছে লেট ট্রেনগুলির

Railways News: নতুন বছরে বেড়াতে যাওয়ার হিড়িক গোটা দেশেই। বছরের প্রথম সপ্তাহকে সুখস্মৃতি করে রাখতে ব্যস্ত সকলেই। কেউ কাছাকাছি, কেউ বা দূরে বেড়াতে যাচ্ছেন। ট্রেনে টিকিটের চাহিদা তুঙ্গে। হঠাত্‍ করে যাঁরা বেড়াতে যাওয়ার প্ল্যান করেছেন, টিকিট পাচ্ছেন না। চড়া দামে তত্‍কাল বা প্রিমিয়াম তত্‍কাল টিকিটের উপরে ভরসা করতে হচ্ছে। আর পর্যটনের এই মরশুমেই একগুচ্ছ দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে।

আজ অর্থাত্‍ পয়লা জানুয়ারি বছরের প্রথম দিনেই বহু দূরপাল্লা ট্রেন লেটে চলছে। একনজরে দেখে নেওয়া যাক, আজ কোন কোন দূরপাল্লার ট্রেন কত লেটে চলছে।

-- রানি কমলাপতি ভোপাল-নিজামুদ্দিন এক্সপ্রেস নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা দেরি চলছে। 

-- ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী ৩ ঘণ্টা দেরিতে চলছে।

-- বেঙ্গালুরু-নিজামুদ্দিন রাজধানী ১ ঘণ্টা দেরিতে চলছে।

-- রাঁচি-নয়াদিল্লি রাজধানী ১ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে চলছে।

-- যশবন্তপুরম-দিল্লি দুরন্ত এক্সপ্রেস আড়াই ঘণ্টা লেট।

-- সেকেন্দরাবাদ-নিজামুদ্দিন দুরন্ত এক্সপ্রেস ৩ ঘণ্টা লেটে চলছে।

-- হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস চলছে ৩ ঘণ্টা দেরিতে।

-- সহরসা-নয়াদিল্লি বৈশালী এক্সপ্রেস চলছে ২ ঘণ্টা দেরিতে।

-- রেওয়া-আনন্দবিহার এক্সপ্রেস ৫ ঘণ্টা লেটে চলছে।

-- রাজেন্দ্রনগর-নয়াদিল্লি এক্সপ্রেস ৪ ঘণ্টা দেরিতে চলছে।

-- প্রয়াগরাজ-নয়াদিল্লি এক্সপ্রেস চলছে ৩ ঘণ্টা দেরিতে।

-- ভাগলপুর-আনন্দবিহার এক্সপ্রেস চলছে ৩ ঘণ্টা দেরিতে। 

-- হায়দরাবাদ-নয়াদিল্লি এক্সপ্রেস চলছে ৪ ঘণ্টা লেটে।

-- ভোপাল-নিজামুদ্দিন এক্সপ্রেস চলছে ২ ঘণ্টা দেরিতে।

-- জম্মুতাওয়াই-পুনে ঝিলম এক্সপ্রেস চলছে ৪৫ মিনিট দেরিতে।

-- দানাপুর-আনন্দবিহার এক্সপ্রেস ২ ঘণ্টা লেটে চলছে।

-- কাটরা-নয়াদিল্লি এক্সপ্রেস চলছে ১ ঘণ্টা লেটে।

Advertisement

-- কামাখ্যা-দিল্লি এক্সপ্রেস ১ ঘণ্টা লেটে চলছে।

-- বারাণসী-নয়াদিল্লি এক্সপ্রেস চলছে ২ ঘণ্টা দেরিতে।

-- জব্বলপুর-নিজামুদ্দিন এক্সপ্রেস চলছে ১ ঘণ্টা ৪৫ মিনিট দেরিতে।

-- মুম্বই-ফিরোজপুর এক্সপ্রেস চলছে ৪ ঘণ্টা লেটে।

অর্থাত্‍ আজ মোট ২১টি দূরপাল্লার ট্রেন দেরিত চলছে। যার ফল ভুগতে হচ্ছে চড়া দামে টিকিট কাটা যাত্রীদের। রেল সূত্রের খবর, বেশিরভাগ ট্রেনই কুয়াশার কারণেই লেট হয়েছে।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement