Advertisement

বর্ষশেষে উল্লাসের প্ল্যান? একাধিক জায়গায় পার্টি বাতিল, খোলা কোনগুলি?

করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ইতিমধ্যেই শহর কলকাতার বেশকিছু ক্লাবে পার্টি বাতিল করা হয়েছে। তবে কোথাও কোথাও অবশ্য করোনা বিধি মেনেই পার্টির আয়োজন করা হচ্ছে। যেখানে থাকছে খানাপিনার সঙ্গে মিউজিক। বাজেট অনুযায়ী সেই সমস্ত পার্টিতে (31st Night Party) সামিল হতে পারেন আপনিও। দেখে নেওয়া যাক শহর কলকাতায় আয়োজিত হতে চলা এমনই কিছু পার্টির খরচাখরচ। 

প্রতীকী ছবি
রাজেশ সাহা
  • কলকাতা,
  • 30 Dec 2021,
  • अपडेटेड 4:19 PM IST
  • আসছে নতুন বছর ২০২২
  • বর্ষশেষের রাতে আনন্দে মাততে প্রস্তুত কলকাতা
  • জানুন কোথায় পার্টির কেমন খরচ

শুক্রবার বর্ষশেষ। রাত ১২টা বাজলেই চলে আসবে ২০২২ (Happy New Year 2022)। আর এই বছরকে বিদায় জানিয়ে, নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত শহর কলকাতা (Kolkata)। ক্রিসমাস উদযাপন এবং নতুন বছরকে স্বাগত জানানোর উপলক্ষে প্রতিবারের মতো এবারেও সেজে উঠেছে পার্কস্ট্রিটসহ গোটা শহর। কারণ নতুন বছরকে স্বাগত জানাতে সারা দেশের মতো কলকাতাও মেতে ওঠে আনন্দ উল্লাসে। তবে এর মাঝে চিন্তা বাড়িয়েছে করোনা, বা বলা ভাল ওমিক্রন (Omicron)। সংক্রমণের কথা মাথায় রেখে ইতিমধ্যেই শহর কলকাতার বেশকিছু ক্লাবে পার্টি বাতিল করা হয়েছে। তবে কোথাও কোথাও অবশ্য করোনা বিধি মেনেই পার্টির আয়োজন করা হচ্ছে। যেখানে থাকছে খানাপিনার সঙ্গে মিউজিক। বাজেট অনুযায়ী সেই সমস্ত পার্টিতে (31st Night Party) সামিল হতে পারেন আপনিও। দেখে নেওয়া যাক শহর কলকাতায় আয়োজিত হতে চলা এমনই কিছু পার্টির খরচাখরচ। 

যেগুলি খোলা

পার্কস্ট্রিটের এম বারে আনলিমিডিটে ড্রিঙ্কস ও ফুডের জন্য কাপলের খরচ করতে হবে ৩ হাজার টাকা। আর একার জন্য খরচ ২ হাজার।
সল্টলেক সেক্টর ১ ডিসি ব্লকের অর্কসে মাথাপিছু ২,৩০০ টাকার বিনিময়ে পাওয়া যাবে আনলিমিটেড ড্রিঙ্কস ও খাবার।
পার্কস্ট্রিটের হার্ড রক ক্যাফেতে মাথাপিছু আনলিমিটেড ড্রিঙ্কস ও খাবারের খরচ ২,৪৯৯ টাকা।
সল্টলেক সেক্টর ৫-এর অল্ট এয়ার ক্যাপেলায় আনলিমিটেড ড্রিঙ্কস ও খাবারের খরচ পড়বে ১১,৯৯৯ টাকা 
নারকেল ডাঙা মেইন রোডের রাজকুটিরে কাপলদের ক্ষেত্রে আনলিমিটেড ড্রিঙ্কস ও খাবারের জন্য খরচ পড়বে ৭,৯৯৯ টাকা এবং একার খরচ ৪,৯৯৯ টাকা।
পৈলান পার্কের দ্য ক্রিকে আনলিমিটেড ড্রিঙ্কস ও খাবারের জন্য কাপলদের দিতে হবে ৪,৫০০ টাকা এবং একা কেউ গেলে তাঁর খরচ পড়বে ২,৫০০ টাকা।
এজেসি বোস রোডের হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে মাথাপিছু আনলিমিটেড ড্রিঙ্কসের খরচ ২,৫০০ টাকা।

Advertisement

এছাড়াও এই সমস্ত জায়গায় থাকবে লাইভ ডিজে, নাচ, গান ও অন্যান্য মনোরঞ্জনের ব্যবস্থা। পাশাপাশি নিরাপত্তার ক্ষেত্রেও দেওয়া হচ্ছে বাড়তি গুরুত্ব। কোথাও যাতে কোনওরকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তারজন্য কড়া নজরদারি থাকবে পুলিশেরও। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement