Advertisement

Aadhar Card Fraud: আঙুলের ছাপ চুরি করে হাতানো হচ্ছে টাকা, আধার লক করবেন কীভাবে?

আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য চুরি করে প্রতারণার ঘটনা ক্রমেই বাড়ছে। ব্যাঙ্ক থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা। সাইবার প্রতারকরা বায়োমেট্রিক তথ্য চুরি করে ব্যাঙ্ক থেকে গ্রাহকের অজান্তেই টাকা তুলে নিচ্ছে।

আঙুলের ছাপ চুরি করে হাতানো হচ্ছে টাকা, আধার লক করবেন কীভাবে
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 16 Sep 2023,
  • अपडेटेड 12:18 PM IST
  • আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য চুরি করে প্রতারণার ঘটনা ক্রমেই বাড়ছে
  • ব্যাঙ্ক থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা

আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য চুরি করে প্রতারণার ঘটনা ক্রমেই বাড়ছে। ব্যাঙ্ক থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা। সাইবার প্রতারকরা বায়োমেট্রিক তথ্য চুরি করে ব্যাঙ্ক থেকে গ্রাহকের অজান্তেই টাকা তুলে নিচ্ছে। গত কয়েক মাসে এই ধরনের প্রচুর অভিযোগ এসেছে। যা নিয়ে রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ।

তবে একটা কাজ করলেই আপনি কিন্তু এই সমস্ত প্রতারকদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন। বাড়িতে বসেই আধার কার্ডের সঙ্গে থাকা আপনার বায়োমেট্রিক ছাপ লক করে রাখতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে আপনার গুরুত্বপূর্ণ আধার তথ্য সুরক্ষিত রাখবেন।

UIDAI গোপনীয়তা এবং নিরাপত্তা জোরদার করতে গ্রাহকদের তাদের আধার নম্বর লক এবং আনলক করার অনুমতি দেয়। একবার নম্বরটি লক হয়ে গেলে, এটি ব্যবহার করে অথোনটিকেশন করা যাবে না এবং পরিবর্তে, ব্যবহারকারীরা অথোনটিকেশন করতে তাঁদের ভার্চুয়াল আইডি (ভিআইডি) ব্যবহার করতে পারেন। UIDAI-এর মতে, এটি আধার নম্বরের অপব্যবহার রোধ করে। আধার নম্বর আনলক করলে এর মাধ্যমে অথোনটিকেশন আবার শুরু হবে।

কীভাবে আধার নম্বর লক করবেন?

  • অফিসিয়াল UIDAI ওয়েবসাইটে যান
  • My Aadhaar বিভাগে গিয়ে Aadhaar Services এ ক্লিক করতে হবে। এবার ওখান থেকে '‘Lock/Unlock Aadhaar' নির্বাচন করুন
  • নতুন ট্যাবে আবার '‘Lock/Unlock Aadhaar'-এ ক্লিক করুন। 
  • Click here to generate VID' এ ক্লিক করুন।
  • ভিআইডি তৈরি করতে আপনার আধার নম্বর এবং সিকিউরিটি কোড (ক্যাপচা) লিখুন।
  • একবার এটি তৈরি হয়ে গেলে, ধাপ ৪-এর উইন্ডোতে ফিরে যান এবং 'NEXT' এ ক্লিক করুন।
  • আধার নম্বরটি লক করা হবে কি না তাতে টিক দিন।
  • তারপর ভিআইডি, পুরো নাম, পিন কোড এবং সিকিউরিটি কোড লিখুন।
  • 'Send OTP' তে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বরে পাঠানো OTP লিখুন। আধার নম্বর এখন লক হয়ে যাবে।

এটা অবশ্যই মনে রাখা উচিত যে একবার আপনি আপনার বায়োমেট্রিক্স লক করে ফেললে, আপনি সেগুলিকে আনলক করা পর্যন্ত সেগুলি অ্যাক্সেসযোগ্য থাকবে না। আমাদের আধার নম্বর  জারি করে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। এই কার্ডে আমাদের বায়োমেট্রিক্স-সহ আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য রয়েছে, যেমন আঙুলের ছাপ, আইরিস এবং মুখের ছবি।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement