Advertisement

Share Market: বাজেটের আগের দিন চাঙ্গা শেয়ার বাজার! হু-হু করে বাড়ছে এই স্টকগুলি

বাজেটের একদিন আগেই চাঙ্গা শেয়ার বাজার। গত ২ দিনে শেয়ার বাজারে বেশ কিছু জনপ্রিয় শেয়ারের গ্রাফ উর্ধ্বমুখী হয়েছে।

BSE-র টপ ৩০-এর মধ্যে ২৭টিই উর্ধ্বমুখী হয়েছে।
Aajtak Bangla
  • মুম্বই,
  • 31 Jan 2024,
  • अपडेटेड 1:28 PM IST
  • বাজেটের একদিন আগেই চাঙ্গা শেয়ার বাজার। গত ২ দিনে শেয়ার বাজারে বেশ কিছু জনপ্রিয় শেয়ারের গ্রাফ উর্ধ্বমুখী হয়েছে।
  • একদিকে আসন্ন বাজেটের দিকে তাকিয়ে গোটা দেশ। অন্যদিকে দ্রুত হারে বেড়েছে ভারতের শেয়ার বাজার।
  • সেনসেক্স এদিন প্রায় ৬০০ পয়েন্ট বেড়ে ট্রেড করছে। BSE তালিকাভুক্ত শীর্ষ ৩০টি স্টকের মধ্যে ২৭টি স্টকই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বাজেটের একদিন আগেই চাঙ্গা শেয়ার বাজার। গত ২ দিনে শেয়ার বাজারে বেশ কিছু জনপ্রিয় শেয়ারের গ্রাফ উর্ধ্বমুখী হয়েছে। একদিকে আসন্ন বাজেটের দিকে তাকিয়ে গোটা দেশ। অন্যদিকে দ্রুত হারে বেড়েছে ভারতের শেয়ার বাজার। শুধুমাত্র ব্যাঙ্ক নিফটি-ই ৪৬ হাজার ছাড়িয়ে গিয়েছে।

সেনসেক্স এদিন প্রায় ৬০০ পয়েন্ট বেড়ে ট্রেড করছে। BSE তালিকাভুক্ত শীর্ষ ৩০টি স্টকের মধ্যে ২৭টি স্টকই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নিফটিও দ্রুত ট্রেড হচ্ছে। সেনসেক্স আজ ৭১,০৭৩.০৪ পয়েন্টে খুলেছে। কিছু সময় পরে এটি ৬১৬ পয়েন্ট বেড়ে এক লাফে ৭১,৭৫৬.১৮-এ পৌঁছে গিয়েছে। নিফটি ২১,৪৮৭.২৫ স্তরে খুলেছে, ১৮০ পয়েন্ট বেড়ে ২১,৭০২.১৫-এ ট্রেড করছে। ব্যাঙ্ক নিফটি ৭০০ পয়েন্ট লাফিয়ে ৪৬ হাজার ছাড়িয়ে গিয়েছে।

২৭টি স্টকের তালিকায় রয়েছে সান ফার্মা, অ্যাক্সিস ব্যাঙ্ক, টাটা মোটর্স, মারুতি, আইসিআইসি ব্যাঙ্ক এবং রিলায়েন্সের মতো বড় সংস্থার শেয়ার। এসব শেয়ারের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। খালি তিনটি শেয়ারের দর কমেছে।  

NSE-তে ১,৬১২টি শেয়ার আজ বৃদ্ধি পেয়েছে। ৬৮৯টি শেয়ার এখনও নিম্মমুখী রয়েছে। এ ছাড়া ১১১টি শেয়ার অপরিবর্তিত রয়েছে। এদিন ১২১টি শেয়ার আপার সার্কিটে এবং ৩৪টি লোয়ার সার্কিটে নেমেছে। ১৮৪টি শেয়ার ৫২ সপ্তাহের সর্বোচ্চে পৌঁছে গিয়েছে।

সবচেয়ে বেশি লাভ করা শেয়ারের মধ্যে রয়েছে, ডঃ রেড্ডিজ ল্যাবরেটরি। এই শেয়ার এদিন ৪.৩৪ শতাংশ বেড়েছে। ডঃ রেড্ডিজ ল্যাবরেটরির শেয়ারের দাম ৬ হাজার টাকা অতিক্রম করেছে৷ ভোল্টাসের শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে ১,০৯৩ টাকায় ট্রেড করছে। এর পাশাপাশি এদিন ICICI সিকিউরিটিজের শেয়ার ৬ শতাংশ বেড়ে ৮১৯ টাকায় পৌঁছে গিয়েছে। অন্যদিকে Vakrangee Limited-এর শেয়ার এক লাভে ২০ শতাংশ বেড়ে ৩০ টাকায় পৌঁছে গিয়েছে।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement