Advertisement

Trade License পেতে নাজেহাল? এবার Online সমাধান

এবার থেকে পুরসভা এলাকায় ট্রেড লাইসেন্স (Trade License), বাড়ির নকশা অনুমোদন বা মিউটেশন সংক্রান্ত কাজ সারা যাবে অনলাইনে, মঙ্গলবার এমনটাই জানালেন অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)। 

প্রতীকী ছবি
জ্যোতির্ময় দত্ত
  • কলকাতা,
  • 17 Aug 2021,
  • अपडेटेड 8:25 PM IST
  • অনলাইনে করা যাবে ট্রেড লাইসেন্সের আবেদন
  • নয়া হেল্প ডেস্ক চালু করল নগরোন্নয়ন দফতর
  • রাজ্যে চালু হল SUDA পরিষেবা

ট্রেড লাইসেন্স বের করা হোক বা বাড়ি তৈরির নকশা পাশ করানো। প্রায় সবারই রয়েছে জুতোর শুকতলা ক্ষয়ে যাওয়ার অভিজ্ঞতা। তবে এবার সেই কাজেই সরলীকরণের উদ্যোগ রাজ্যের। এবার থেকে পুরসভা এলাকায় ট্রেড লাইসেন্স (Trade License), বাড়ির নকশা অনুমোদন বা মিউটেশন সংক্রান্ত কাজ সারা যাবে অনলাইনে, মঙ্গলবার এমনটাই জানালেন অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)। 

অর্থমন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বিশেষ উদ্যোগ নিয়েছেন। আবেদন করার ১৫ দিনের মধ্যে তা চূড়ান্ত করতে হবে বলেও জানিয়েদেন অমিত মিত্র। পুরসভা এলাকাগুলিতে পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকদের সুবিধার্থেই এই উদ্যোগ বলে জানাচ্ছে সরকার। 

হেল্প ডেস্ক চালু করল নগরোন্নয়ন দফতর

অন্যদিকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, নগরোন্নয়ন দফতর একটি হেল্প ডেস্ক চালু করেছে। চালু করা হয়েছে টোল ফ্রি নম্বর। হেল্প ডেস্কের সেই টোল ফ্রি নম্বরটি হল 1800 345 8251। 

রয়েছে আরও পরিষেবা

এছাড়া SUDA নামে আরও একটি সহায়তা পরিষেবা চালু করা হল রাজ্যে। ১২৩ টি পুরসভা এলাকায় এই পরিষেবা মিলবে জানান রাজ্যের মুখ্যসচিব। এর ফলে রাজ্যের প্রায় ২ কোটি মানুষ উপকৃত হবেন বলেও জানান তিনি। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement