Bajaj 2024: নতুনভাবে Pulsar 220F লঞ্চ করল বাজাজ। নতুন ভার্সানে আরও মডার্ন গ্রাফিক্স দেওয়া হয়েছে। সঙ্গে একটি নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল নিয়ে এসেছে। 2024 Bajaj Pulsar N250-তেও এই একই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল ব্যবহার করা হয়েছে।
এককালে পালসার 220 একটা গোটা প্রজন্মের স্বপ্নের বাইক ছিল। সময়ের তুলনায় তার ডিজাইন ছিল অনেক এগিয়ে। ফলে এত বছর পরেও যেন সেই আগের মতোই লাগে সবার প্রিয় এই পালসারকে। আর সেই কারণেই হয় তো গ্রাফিক্সের উপর দিয়েই বারবার আপডেট সারছে বাজাজ।
নতুন কনসোলে স্পিড, ট্যাকোমিটার রিডিং, জ্বালানী স্তর, টাইম, ট্রিপ মিটার এবং ওডোমিটার রিডআউট এবং রিয়েল টাইম মাইলেজ রিডআউটের মতো ডেটা পাবেন।
কনসোলে স্মার্টফোন কানেক্টিভিটি এবং সেই সম্পর্কিত বিভিন্ন ফিচার্স যেমন টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং কল/SMS অ্যালার্টও রয়েছে।
অন্যান্য বাজাজ পালসার মডেলগুলির মতো, যেমন পালসার N160 এবং পালসার N150-র মতো নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোলও রয়েছে। পালসার 220F-তে বাঁ দিকের সুইচ গিয়ারে পরিবর্তন করা হয়েছে। রাইডারদের কনসোল এবং তার ফিচার্স নেভিগেট করা আরও সহজ করার জন্য একটি আলাদা বাটনও রয়েছে।
বাইকে এখন নতুন গ্রাফিক্স যোগ করা হয়েছে। তাতে ফেয়ারিং-এ লেখা '220' । এছাড়াও লাল স্ট্রাইপস রয়েছে। হেডলাইট থেকে ফেয়ারিং পর্যন্ত টানা। ট্যাঙ্কের পাশে এবং মাঝের অংশ পর্যন্ত স্ট্রাইপ দেওয়া। পিছনের অংশেও একই রকমের লাল স্ট্রাইপ রয়েছে। ফলে দেখতে বেশ আকর্ষণীয়।
তবে বাদবাকি আর কিছু তেমন পরিবর্তন করা হয়নি। আগের সেই 220cc সিঙ্গেল-সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিনই রয়েছে। তাতে 20.4PS এবং 18.55Nm টর্ক পাবেন।
তবে এই নতুন ইসন্ট্রুমেন্ট কনসোল নিঃসন্দেহে আকর্ষণীয়। টার্ন-বাই-টার্ন নেভিগেশনের মতো ফিচার রয়েছে।
Pulsar 220F-এর নতুন ভার্সানের দাম ১,৪০,০০০ টাকা (এক্স-শোরুম পুনে)। আগের(মানে এখন যেটা ছিল) মডেলের দাম ১,৩৭,৫৩৬ টাকা (এক্স-শোরুম পুনে)। ফলে আগেরটার তুলনায় ২,৪৬৪ টাকা দাম বেড়েছে।