Advertisement

Bank Holidays In August 2022 : অগাস্টে ১৫ দিনেরও বেশি বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন কোন তারিখ?

অগাস্টে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আরবিআই। মহরম, রাখি বন্ধন, স্বাধীনতা দিবস, কৃষ্ণ জম্মাষ্টমী, গণেশ চতুর্থী-সহ বিভিন্ন উৎসব মিলিয়ে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এছাড়া সাপ্তাহিক ছুটির দিন ও ২টি শনিবার মিলিয়ে মোট ১৮ দিন ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Jul 2022,
  • अपडेटेड 3:49 PM IST
  • অগাস্টে ১৮ দিন বন্ধ ব্যাঙ্ক
  • জেনে নিন কোথায় কবে
  • রইল গোটা তালিকা

সোমবার শুরু অগাস্ট মাস। এই মাসে রয়েছে প্রচুর উৎসব ও সেই সঙ্গে ছুটির দিন। যেমন রাখি বন্ধন, মহরম, স্বাধীনতা দিবস, গণেশ চতুর্থী। তাই এই মাসে যদি আপনার ব্য়াঙ্ক সংক্রান্ত কোনও কাজ থাকে, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। কারণ আরবিআই-এর ব্যাঙ্ক হলিডে ক্যালেন্ডার অনুযায়ী অগাস্টে অর্ধেকের বেশি দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

১৮ দিন কাজ হবে না
অগাস্টে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আরবিআই। মহরম, রাখি বন্ধন, স্বাধীনতা দিবস, কৃষ্ণ জম্মাষ্টমী, গণেশ চতুর্থী-সহ বিভিন্ন উৎসব মিলিয়ে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এছাড়া সাপ্তাহিক ছুটির দিন ও ২টি শনিবার মিলিয়ে মোট ১৮ দিন ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে। 

কোন কোন দিন বন্ধ ব্যাঙ্ক
১ অগাস্ট : দ্রুপাকা শে-জি (সিকিমে ব্যাঙ্ক বন্ধ)
৭ অগস্ট : প্রথম রবিবার (সাপ্তাহিক ছুটি)
৮ আগস্ট : মহরম (জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ)
৯ অগাস্ট : মহরম (আগরতলা, আহমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, হায়দ্রাবাদ, জয়পুর, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, পাটনা, রায়পুর এবং রাঁচিতে ব্যঙ্ক বন্ধ)
১১ অগাস্ট : রাখি বন্ধন (সর্বত্র ছুটি) (Raksha Bandhan 2022)
১২ অগাস্ট : রাখি বন্ধন (কানপুর-লখনউ ব্যাঙ্ক বন্ধ)
১৩ অগাস্ট : দ্বিতীয় শনিবার (সাপ্তাহিক ছুটি)
১৪ আগস্ট : রবিবার (সাপ্তাহিক ছুটি)
১৫ অগাস্ট : স্বাধীনতা দিবস (Independence Day 2022)
১৬ অগাস্ট : পারসি নববর্ষ (মুম্বই-নাগপুরে ব্যাঙ্ক বন্ধ)
১৮ অগাস্ট : জন্মাষ্টমী (সর্বত্র ছুটি) (Janmashtami 2022)
১৯ অগাস্ট : জন্মাষ্টমী শ্রাবণ ভাদ-৮/কৃষ্ণ জয়ন্তী (আহমদাবাদ, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, গ্যাংটক, জয়পুর, জম্মু, গাতনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ)
২০ অগাস্ট : কৃষ্ণ অষ্টমী (হায়দরাবাদ)
২১ অগাস্ট : রবিবার (সাপ্তাহিক ছুটি)
২৭ অগাস্ট : চতুর্থ শনিবার (সাপ্তাহিক ছুটি)
২৮ অগাস্ট: রবিবার (সাপ্তাহিক ছুটি)
২৯ অগাস্ট : শ্রীমন্ত শঙ্করদেব তারিখ (গৌহাটি)
৩১ আগস্ট : গণেশ চতুর্থী (গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকে ব্যাঙ্ক বন্ধ)

Advertisement

অনলাইনে করা যাবে কাজ
প্রসঙ্গত, জাতীয় ছুটি ও সাপ্তাহিক ছুটি ছাড়া বিভিন্ন রাজ্যের নিজস্ব উৎসবের ওপর ভিত্তি করে ছুটি ঘোষণা করা হয়। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও সেই সংক্রান্ত কাজ অনলাইনে করা যাবে। 

আরও পড়ুনটানা কন্ট্যাক্ট লেন্স পরে রয়েছেন? হতে পারে ক্ষতি, জেনে রাখুন

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement