Advertisement

Best Multibagger Stock: মাত্র ৫ মাসেই ১ লক্ষ খাটিয়ে কোটিপতি, ৫ টাকার এই শেয়ার হল ৪৭০ টাকা

কোনও বিনিয়োগকারী ২৮ অক্টোবর স্টকটিতে ১ লক্ষ টাকা লগ্নি করছেন। ১ এপ্রিল পর্যন্ত তিনি স্টকটি ধরে রেখেছেন। তাহলে তার বিনিয়োগের মূল্য হবে ৯৩.৯২ লক্ষ টাকা।

Best Multibagger Stock: পাঁচ মাসেই ব্যাপক রিটার্ন। Best Multibagger Stock: পাঁচ মাসেই ব্যাপক রিটার্ন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Apr 2022,
  • अपडेटेड 3:56 PM IST
  • ৫ মাসে ৯২৯২% রিটার্ন।
  • সেইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডে বিনিয়োগ করে মালামাল।
  • ১ লক্ষের বিনিয়োগ হয়েছে ৯৪ লক্ষ টাকা।

Best Multibagger Stock:করোনাকালে শেয়ারে বিনিয়োগ বেড়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি কম টাকার স্টক দুর্দান্ত রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। এর মধ্যে রয়েছে ফান্ডামেন্টাল শক্তিশালী স্টকও। এমনই একটি স্টক সেইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (SEL Manufacturing Company Ltd) ৫ মাসে কয়েকগুণ বেশি রির্টান দিয়েছে। মালামাল হয়েছেন বিনিয়োগকারীরা। 

৯২৯২% রিটার্ন

গতবছর ২৮ অক্টোবর BSE-তে SEL Manufacturing Company Ltd-এর স্টকের দাম ছিল ৫.০১ টাকা। ১ এপ্রিল বাজার বন্ধের সময় BSE-তে এই স্টকটির দাম ৪৭০.৫৫ টাকা। এভাবে, মাত্র ৫ মাসে এই স্টকটি বিনিয়োগকারীদের ৯২৯২.২১ শতাংশের দুর্দান্ত রিটার্ন দিয়েছে।

আরও পড়ুন

এক বছরে ১১৪৯ শতাংশ রিটার্ন

২০২১ সালের ৩১ ডিসেম্বর সেইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম ছিল ৩৭.৬৫ টাকা। চলতি মাসের প্রথম দিন শেয়ারের দাম ৪৭০.৫৫ টাকা। মাত্র কয়েক মাসেই ১১৪৯ শতাংশ লাভ করেছেন লগ্নিকারীরা। অর্থাৎ কয়েকগুণ।   

১ লক্ষ হয়েছে ৯৪ লক্ষ

ধরা যাক, কোনও বিনিয়োগকারী ২৮ অক্টোবর স্টকটিতে ১ লক্ষ টাকা লগ্নি করছেন। ১ এপ্রিল পর্যন্ত তিনি স্টকটি ধরে রেখেছেন। তাহলে তার বিনিয়োগের মূল্য হবে ৯৩.৯২ লক্ষ টাকা। এভাবে ৬ মাসেরও কম সময়ে প্রায় কোটিপতি হয়ে গিয়েছেন বিনিয়োগকারীরা। ২০২১-র ৩১ ডিসেম্বর যদি কোনও ব্যক্তি এই স্টকে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন, তাহলে এই সময়ে তার বিনিয়োগের মূল্য ১২.৪৯ লক্ষ টাকায় পৌঁছে যেত।

সংস্থার আর্থিক অবস্থা

শেয়ারে বিনিয়োগের সময় কোম্পানির হালহকিকত খতিয়ে দেখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে যে স্টকগুলির দাম কম সেগুলিতে বিনিয়োগ করাই শ্রেয়। অবশ্যই আর্থিক বিশেষজ্ঞের মতামত নিয়েই লগ্নি করুন। 

 

Read more!
Advertisement
Advertisement