Advertisement

Husband Rights In Wife Property: স্বামীর সম্পত্তি স্ত্রী পান, কিন্তু স্ত্রীর সম্পত্তিতে স্বামীর অধিকার আছে?

Husband Rights In Wife Property: ভারতের সামাজিক কাঠামো দীর্ঘদিন ধরে পুরুষতান্ত্রিক। তবে স্বাধীনতার পর থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে অনেক ইতিবাচক পরিবর্তন করা হয়েছে। সামাজিক ও অর্থনৈতিক স্তরে নারীদের ক্ষমতায়নের জন্য অনেক সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে। এই কারণে আজ পুরুষের মতো নারীরাও বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

স্বামীর সম্পত্তি স্ত্রী পান, কিন্তু স্ত্রীর সম্পত্তিতে স্বামীর অধিকার আছে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Nov 2024,
  • अपडेटेड 1:38 PM IST
  • স্ত্রীর নামে থাকা সম্পত্তি বিক্রি করতে চাইলে স্ত্রীর অনুমতি নিতে হবে
  • সাধারণ নিয়ম হল একজন ব্যক্তি স্থাবর বা অস্থাবর সম্পত্তি উইল করতে পারবেন না যা তাঁর নিজের নয়

Husband Rights In Wife Property: ভারতের সামাজিক কাঠামো দীর্ঘদিন ধরে পুরুষতান্ত্রিক। তবে স্বাধীনতার পর থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে অনেক ইতিবাচক পরিবর্তন করা হয়েছে। সামাজিক ও অর্থনৈতিক স্তরে নারীদের ক্ষমতায়নের জন্য অনেক সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে। এই কারণে আজ পুরুষের মতো নারীরাও বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশে পুরুষতান্ত্রিক কাঠামো এখন দুর্বল হয়ে পড়ছে বললে ভুল হবে না। সংবিধানে নারীদের পৈতৃক সম্পত্তিতে পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে। অনেকের মনে প্রায়ই প্রশ্ন থাকে যে, স্ত্রীর সম্পত্তিতে স্বামীর কি অধিকার আছে? স্বামী কি তাঁর স্ত্রীর সম্পত্তি তাঁর অনুমতি ছাড়া বিক্রি করতে পারবেন? আপনিও যদি এই বিষয় সম্পর্কে জানতে চান, তাহলে আজ আমরা এই সংবাদের মাধ্যমে আপনাকে সে সম্পর্কে বলতে যাচ্ছি।

বিয়ের আগে বা বিয়ের সময়, বিদায়ের সময় বা বিয়ের পরে কোনও মহিলা উপহার হিসাবে যে সম্পত্তি পান তাঁকে 'স্ত্রীধন' বলে। এতে একজন নারীর পূর্ণ অধিকার রয়েছে। তিনি তাঁর ইচ্ছামত এটি দিয়ে যা খুশি তাই করতে পারেন। দ্বিতীয় প্রশ্ন হল একজন স্বামী তাঁর স্ত্রীর সম্পত্তি তাঁর অনুমতি ছাড়া বিক্রি করতে পারবে কি না? কোনও ব্যক্তি স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীর নামে রেজিস্ট্রি করা সম্পত্তি বিক্রি করতে পারবেন না।

স্ত্রীর নামে থাকা সম্পত্তি বিক্রি করতে চাইলে স্ত্রীর অনুমতি নিতে হবে। আপনি আপনার স্ত্রীর অনুমতি ছাড়া তাঁর সম্পত্তি বিক্রি করতে পারবেন না। পক্ষান্তরে স্বামী যদি নিজের টাকায় স্ত্রীর নামে সম্পত্তি ক্রয় করেন, তবে এই অবস্থাতেও স্ত্রীর সেই সম্পত্তির ওপর অধিকার থাকবে। একজন পুরুষ তাঁর স্ত্রীর অনুমতি ছাড়া ওই সম্পত্তি কোথাও বিক্রি করতে পারবেন না।

সাধারণ নিয়ম হল একজন ব্যক্তি স্থাবর বা অস্থাবর সম্পত্তি উইল করতে পারবেন না যা তাঁর নিজের নয়। এই ক্ষেত্রে, ব্যক্তি তাঁর মালিকানাধীন নয় এমন কোনও সম্পত্তি উইল করতে পারেন না যদিও তিনি আর্থিক দিক দেখাশোনা করেন তাতেও। একজন মালিক হিসেবে শুধুমাত্র স্ত্রীই তাঁর সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। অতএব, স্বামীর দ্বারা কোনও তৃতীয় পক্ষের সঙ্গে বিষয় সম্পত্তির কোনও হস্তান্তর বা লেনদেন স্ত্রীর অজান্তে করা হলে সম্পত্তিতে কোনও অধিকার তৃতীয় পক্ষের প্রাপ্য হবে না। একইভাবে, যদি স্বামী তাঁর স্ত্রীর মালিকানাধীন সম্পত্তি কোনও নামধারী সুবিধাভোগীকে উইল করে দেন, তাহলেও এই ধরনের সুবিধাভোগী বা স্বামীর ইচ্ছাধীন সম্পত্তির উইল বাতিল হয়ে যাবে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement