Advertisement

Online Driving License Apply : কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই এভাবে চটজলদি বানান ড্রাইভিং লাইসেন্স

ভারতের যে কোনও রাজ্যর বাসিন্দারাই এই অনলাইনের পরিষেবা গ্রহণ করতে পারবেন। এর জন্য Ministry of Road Transport & Highways-এর ওয়বসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে ১৬-১৮ বছর বয়স পর্যন্ত লার্নিং ড্রাইভিং লাইসেন্সেরও আবেদন করা যাবে। ওয়েবাসাইটে অনলাইন সার্ভিসেস অপশান থেকে Driving License Related Services অপশানটি সিলেক্ট করতে হবে। এরপর ড্রপআউট মেনু থেকে Apply For Learner License-এ ক্লিক করতে হবে। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 04 Dec 2022,
  • अपडेटेड 3:44 PM IST
  • গাড়ি চালাতে লাইসেন্স প্রয়োজন
  • এটি ছাড়া ড্রাইভিং ঠিক নয়
  • এভাবে সহজে বানান লাইসেন্স

গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স (Driving License) অবশ্যই দরকার। সেটি ছাড়া গাড়ি চালানো কখনওই উচিত নয়। তবে তার জন্য অনেক সময় সরকারি দফতরের দরজায় দরজায় ঘুরতে হয়। কিন্তু এখন আর ড্রাইভিং লাইসেন্স তৈরির জন্য আপনাকে সরকারি দফতরের দরজায় দরজায় ঘুরতে হবে না। এখানেও রয়েছে অনলাইনের সুবিধা। অনলাইনেই করা যাবে আবেদন। কারণ জনস্বার্থে এই সংক্রান্ত বিষয়গুলি অনলাইনে নিয়ে এসেছে সরকার। 

ভারতের যে কোনও রাজ্যর বাসিন্দারাই এই অনলাইনের পরিষেবা গ্রহণ করতে পারবেন। এর জন্য Ministry of Road Transport & Highways-এর ওয়বসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে ১৬-১৮ বছর বয়স পর্যন্ত লার্নিং ড্রাইভিং লাইসেন্সেরও আবেদন করা যাবে। ওয়েবাসাইটে অনলাইন সার্ভিসেস অপশান থেকে Driving License Related Services অপশানটি সিলেক্ট করতে হবে। এরপর ড্রপআউট মেনু থেকে Apply For Learner License-এ ক্লিক করতে হবে। 

লার্নার লাইসেন্স টেস্ট
যদি আধারের মাধ্যমে  eKYC করা হয়, তাহলে RTO অফিসে গিয়ে টেস্ট দেওয়ার প্রয়োজন পড়বে না। বাড়ি থেকেই দেওয়া যাবে লার্নার টেস্ট। আর যদি non-Aadhaar eKYC সিলেক্ট করেন, তাহলে RTO অফিসে যেতে হবে। এরপর Aadhaar Authentication সিলেক্ট করে আধার নম্বর দিতে হবে। যার জেরে রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসবে ওটিপি। অনলাইন টেস্টের জন্য লগ ইন ডিটেইলস SMS-এর মাধ্যমে রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসবে। অফলাইন টেস্টের জন্য RTO অফিসে যেতে হবে। 

এভাবে করুন আবেদন
সবচেয়ে প্রথমে নিজের বিবরণ দিন
এরপর সমস্ত ডকুমেন্ট আপলোড করুন
যদি আবশ্যক হয় তবে ফটো ও ছবি আপলোড করুন
ডিএল টেস্ট স্লট বুকিং
শুল্ক দিন
পেমেন্ট স্টেটাস ভেরিফাই করুন
রসিদ প্রিন্ট করুন

মনে রাখবেন, কখনওই বৈধ ও উপযুক্ত লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। কারণ লাইসেন্স ছাড়া গাড়ি চালান আইনত দন্ডনীয়। আর তার জন্য চালকের জরিমান হতে পারে। আর লাইসেন্স ছাড়া গাড়ি নিয়ে কোনও দুর্ঘটনার সম্মুখীন হলে বাজেয়াপ্ত হতে পারে গাড়িও।  

Advertisement

আরও পড়ুন - নামেই 'অমর', মাল্টি ভিটামিন সমৃদ্ধ এই ফল শীতকালে সুপারফুড

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement