রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' কর্মসূচি নিয়ে বড় সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রশাসন। এর আগে রাজ্য সরকার জানিয়েছিল, এই কর্মসূচির শেষ দিন বুধবার অর্থাৎ ৩০ নভেম্বর। তার মধ্যেই এল বড় খবর।
গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছিল এই কর্মসূচি। ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তবে 'দুয়ারে সরকার'-এ ব্যাপক সাড়া মেলার পর এর মেয়াদবৃদ্ধির সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন।
এই নিয়ে রাজ্যের মুখ্যসচিবের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে জানানো হয়, ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। পাশাপাশি সমস্ত জেলা প্রশাসনকে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন, মোবাইল ভ্যানের মাধ্যমে যেভাবে পরিষেবা দেওয়া হচ্ছে তা যেন আরও সক্রিয় হয়।
গত ১ নভেম্বর থেকেই 'দুয়ারে সরকার'-এর পাশাপাশি পাড়ায় সমাধান কর্মসূচি শুরু হয়েছিল। তার মেয়াদও ৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
'দুয়ারে সরকার'-এই কর্মসূচির মাধ্যমে রাজ্যে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারে সাধারণ মানুষ। এর মধ্যে রয়েছে 'লক্ষ্মীর ভান্ডার’,‘কন্যাশ্রী’র মতো অত্যন্ত জনপ্রিয় প্রকল্প। ৫ ডিসেম্বর পর্যন্ত যে মেয়াদ বাড়ানো হয়েছে, সেখানেও এই সব সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ যাঁদের নাম নথিভুক্ত হয়নি তাঁরা আবেদন করতে পারবেন বা ভুল সংশোধন করার সুযোগ পাবেন।
প্রসঙ্গত, এবারের 'দুয়ারে সরকার' কর্মসূচিতে ২৫টিরও বেশি পরিষেবা পাচ্ছে সাধারণ মানুষ। জমির পাট্টার জন্য আবেদন, বিদ্যুৎ বিল মেটানোর ব্যবস্থাও রয়েছে।