Advertisement

Sealdah Division Local Train Timing Fact Check: শিয়ালদা ডিভিশনে স্টেশনে ট্রেন দাঁড়াবে মাত্র ৩০ সেকেন্ড? জানুন খাঁটি খবর

বাংলা তো বটেই পূর্ব ভারতেরই ব্যস্ততম স্টেশন শিয়ালদা। সারাদিন ধরে প্রচুর যাত্রীর চাপ। শহর ও শহরতলি থেকে মানুষ আসেন ট্রেনে। অফিস টাইমে ট্রেনে ওঠা দায়।

পূর্ব রেলের খবর
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Oct 2024,
  • अपडेटेड 12:12 AM IST
  • শিয়ালদা ডিভিশনে ৩০ সেকেন্ড দাঁড়াবে ট্রেন?
  • যা জানাল পূর্ব রেলওয়ে।

শিয়ালদা ডিভিশনে ট্রেনের সময় নিয়ে যাত্রীদের বিস্তর ক্ষোভ। নিত্যযাত্রীদের অভিযোগ, কোনওদিনই সময়ে চলে না লোকাল ট্রেন। শনি-রবিবার তো আরও সমস্যা। রেলের কোনও না কোনও কাজ লেগেই রয়েছে। এর মধ্যেই খবর এল, সময় বাঁচাতে প্রতিটি স্টেশনে ৩০ সেকেন্ড করে দাঁড়াবে ট্রেন। এনিয়ে শোরগোল পড়ে গিয়েছে যাত্রীমহলে। সত্যিই কি ৩০ সেকেন্ডের জন্য দাঁড়াবে লোকাল ট্রেন? শুক্রবার রাতে স্পষ্ট করে দিল পূর্ব রেল।

বাংলা তো বটেই পূর্ব ভারতেরই ব্যস্ততম স্টেশন শিয়ালদা। সারাদিন ধরে প্রচুর যাত্রীর চাপ। শহর ও শহরতলি থেকে মানুষ আসেন ট্রেনে। অফিস টাইমে ট্রেনে ওঠা দায়। সেই শিয়ালদা ডিভিশনের ডিভিশনাল অপারেশনস ম্য়ানেজারের তরফে জানানো হয়েছে, ৩০ সেকেন্ডের বেশি দাঁড়াবে না ট্রেন,  সন্ধেয় বিভিন্ন সংবাদ মাধ্যম এই দাবি করে। যাত্রীদের মধ্যে তখন উৎকণ্ঠা, ৩০ সেকেন্ড স্টেশনে ট্রেন দাঁড়ালে ভিড় ঠেলে যাত্রীরা উঠবেন কখন, আর নামবেনই বা কখন! দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা। 

যাত্রীদের উৎকণ্ঠার নিরসন করল রেল। শুক্রবার রাতেই খবরের সত্যাসত্য জানতে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রকে ফোন করেন 'বাংলা ডট আজতক ডট ইন'-এর প্রতিনিধি। কৌশিক জানান,'এ সম্পর্কিত কোনও বিজ্ঞপ্তি দেয়নি রেল। খবর সত্যি নয়'। 

পরে রাতে রেল বিজ্ঞপ্তি দিয়ে জানায়, শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনের স্টপেজ সময় কমিয়ে ৩০ সেকেন্ড করা হয়েছে বলে একটি বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়েছে। এই তথ্য সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিমূলক। যাত্রীদের কাছে বিনীত অনুরোধ করা হচ্ছে, এমন ধরনের অপপ্রচারে বিশ্বাস করবেন না এবং বিভ্রান্ত হবেন না।

রেলের তরফে আরও জানানো হয়েছে, 'লোকাল ট্রেনগুলি আগের মতোই প্রতিটি স্টেশনে তাদের নির্ধারিত সময়ের জন্য দাঁড়াবে, এবং যাত্রীদের ওঠানামার জন্য পর্যাপ্ত সময় থাকবে। যাত্রীদের আরামদায়ক এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পূর্ব রেলওয়ে প্রতিশ্রুতিবদ্ধ। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে ট্রেনে ওঠানামা করুন এবং যেকোনো ধরনের গুজবে কান দেবেন না। পূর্ব রেলওয়ের লোকাল ট্রেনের স্টপেজের সময় যেমন ছিল, তেমনই থাকবে।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement