দিন দিন বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। দু চাকা হোক বা চারচাকা, সবক্ষেত্রেই Electric Car-এর দিকেই ঝুঁকছেন ক্রেতার। আর নেপথ্যে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং পরিবেশ রক্ষাই অন্যতম প্রধান কারণ হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। চলুন জেনে নেওয়া যাক ১৫ লক্ষর মধ্যে ভারতের কিছু সেরা ইলেকট্রিক গাড়ি সম্পর্কে।
Tata Tigor EV
টাটার এই গাড়িটিতে রয়েছে Ziptron টেকনোলজি। রয়েছে ২৬ kWh ব্যাটারি। গাড়িটি ৫.৭ সেকেন্ডে শূন্য থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগ তুলতে সক্ষম। ডিসি ফাস্ট চার্জার দিয়ে ১ ঘণ্টার মধ্যে ১০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে। আর ১৫ অ্যাম্পিয়ার এসি চার্জার দিয়ে চার্জ হয় ৮.৫ ঘণ্টায়।
Tata Nexon EV
এই গাড়িতে রয়েছে ৩০.২ kWh ব্যাটারি। একবার চার্জে ৩১২ কিলোমিটার পর্যন্ত যায় গাড়িটি। ১ ঘণ্টার মধ্যে ৮০ শতাংশ চার্জ হয় গাড়িটির। তবে এসি চার্জার দিয় চার্জ করতে সময় লাগে ৮-৯ ঘণ্টা।
তবে এখানেই শেষ নয় আরও বেশকিছু ইলেকট্রিক কার আগামিদিনে আসতে চলেছে, যেগুলির দামও ১৫ লক্ষ টাকা নিচে।
Tata Tiago EV
টাটার পরবর্তী ইলেকট্রিক হতে পারে Tata Tiago EV। এতেও রয়েছে Ziptron টেকনোলজি। থাকতে পারে গ্রাফিক্স ও রিভাইজড গ্রিল। এর দাম মোটামুটি ৬.৫ লক্ষ টাকার মধ্যে হবে বলে মনে করা হচ্ছে।
Tata Altroz EV
আসতে পারে Tata Altroz EV গাড়িটিও। মনে করা হচ্ছে টাটার এই গাড়িটির দাম ১০.৫ থেকে ১২.৫ লক্ষর মধ্যে পড়বে।
Mahindra eKUV100
ভারতে এই গাড়িটির দাম Auto Expo 2020-র সময় প্রকাশ করা হয়েছিল। এর এক্স শোরুম প্রাইস ৮.২৫ লক্ষ টাকা থেকে শুরু হবে বলে জানা যাচ্ছে। গাড়িটি একবার চার্জ দিলে ১৪৭ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। ১ ঘণ্টায় গাড়িটির ৮০ শতাংশ চার্জ করা যাবে।