Advertisement

PF withdrawal from ATM: ATM থেকে PF-এর টাকা কি ডেবিট কার্ডেই তোলা যাবে? সব তথ্য বিস্তারিত রইল

পিএফ নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের। এবার এটিএম থেকেই সরাসরি তোলা যাবে পিএফের টাকা। আগামী বছরের জানুয়ারি মাস থেকেই EPFO গ্রাহকেরা তাদের পিএফের টাকা এটিএম থেকে তুলতে পারেন। পিএফ পরিষেবা উন্নত করতে এই নয়া নিয়ম চালু করা হচ্ছে। তবে কি ডেবিট কার্ড ব্যবহার করে এটিএম থেকে পিএফের টাকা তোলা যাবে? জেনে নিন এটিএম থেকে টাকা তোলার নিয়ম।

এটিএম থেকে পিএফের টাকা তোলার নিয়ম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Dec 2024,
  • अपडेटेड 12:42 PM IST

পিএফ নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের। এবার এটিএম থেকেই সরাসরি তোলা যাবে পিএফের টাকা। আগামী বছরের জানুয়ারি মাস থেকেই EPFO গ্রাহকেরা তাদের পিএফের টাকা এটিএম থেকে তুলতে পারেন। পিএফ পরিষেবা উন্নত করতে এই নয়া নিয়ম চালু করা হচ্ছে। তবে কি ডেবিট কার্ড ব্যবহার করে এটিএম থেকে পিএফের টাকা তোলা যাবে? জেনে নিন এটিএম থেকে টাকা তোলার নিয়ম।

ডেবিট কার্ড ব্যবহার করে তোলা যাবে পিএফ-এর টাকা?
কেন্দ্র জানিয়েছে, পিএফের টাকা তোলার জন্য এটিএম কার্ডের মতো একটি ডেডিকেটেড পিএফ তোলার কার্ড দেওয়া হবে। এটি ব্যবহার করে পিএফে ৫০ শতাংশ টাকা তোলা যাবে।

কেন্দ্রের শ্রম সচিব সুমিতা দাওরা বলেন, "প্রযুক্তি প্রতিনিয়ত এগোচ্ছে। আরও অনেক কিছুর ক্ষেত্রেই এমন পরিবর্তন দেখা যাবে। ২০২৫-এর জানুয়ারির মধ্যেই এটি শুরু হবে।" বর্তমানে ইপিএফও-র আওতায় অন্তত ৭ কোটি চাকরিজীবী রয়েছেন। অনেকেরই টাকা ম্যাচিওর হয়ে গিয়েছে। এতদিন পিএফের টাকা তোলার প্রক্রিয়া জটিল ছিল। অনেকের পক্ষেই তা কষ্টকর হত। আগামীতে যাতে এই সমস্যা না হয়, সে কারণেই শ্রমমন্ত্রকের এমন সিদ্ধান্ত।

তবে নিয়মে ছাড় দেওয়া হয়েছে বেকারদের জন্য। যাদের চাকরি নেই তারা প্রথম কিস্তিতে ৭৫ শতাংশ টাকা তুলতে পারেন। দু'মাস পর ওই কার্ড ব্যবহার করে পুরো টাকাটাই এটিএম থেকে তুলে নেওয়া যাবে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement