Fixed Deposit Interest Rates: ফিক্সড ডিপোজিটের সুদই মধ্যবিত্তের বড় ভরসা। বাজারে বিনিয়োগের বিভিন্ন মাধ্যম থাকলেও, FD-তেই সঞ্চয় সুরক্ষিত রাখতে পছন্দ করেন আমজনতা। তাছাড়া এখনও বিভিন্ন ব্যাঙ্কে সুদের হার একেবারে মন্দ নয়। তাই রাষ্ট্রায়ত্ত থেকে শুরু করে বেসরকারি, বিভিন্ন ব্যাঙ্কেই অল্প কিছু সঞ্চয় ফিক্সড ডিপোজিট করে রাখা যেতে পারে।
উল্লেখ্য, বিশেষজ্ঞদের একাংশের মতে পরবর্তীকালে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমাতেও পারে। সেক্ষেত্রে ফের ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমে যাবে। তাই এখন থেকেই কিছু টাকা জমানো থাকলে তা এই খাতে বিনিয়োগ করে রাখতে পারেন। তাতে ভবিষ্যতের জন্য সুবিধাই হবে।
উল্লেখ্য, বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার আলাদা। তাছাড়া আপনার ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার কত, তা নির্ভর করছে, আপনি কত দিনের জন্য FD করছেন, তার উপর। ফলে বিনিয়োগ করার আগে একবারে জেনে রাখা ভাল।
আপনি যদি এক বছরের জন্য ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার পরিকল্পনা করেন, সেক্ষেত্রে শুধুমাত্র এক বছরের মেয়াদে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার তুলনা করে দেখাটা গুরুত্বপূর্ণ। এই প্রতিবেদনে এক বছরের জন্য দেশের সেরা ব্যাঙ্কগুলির সুদের রেট সাজিয়ে দিলাম। নিজেই ঠিক করুন কোথায় টাকা রাখবেন।
এক বছরে সবচেয়ে বেশি সুদ এই ৫ ব্যাঙ্কে
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI): দেশের বৃহত্তম ব্যাঙ্কে সাধারণ গ্রাহকরা এক বছরের ফিক্সড ডিপোজিটে বার্ষিক 6.8% সুদ পাবেন। সিনিয়র সিটিজেন হলে 7.3% পাবেন। এটাই SBI-এর সর্বশেষ সুদের হার। গত ১৫ মে ২০২৪-এ আপডেট করা হয়েছিল।
HDFC ব্যাঙ্ক: বৃহত্তম বেসরকারি ঋণদাতা HDFC ব্যাঙ্ক। এই ব্যাঙ্কেও ফিক্সড ডিপোজিটে সুদের হার মন্দ নয়। সাধারণ বিনিয়োগকারীরা এক বছরের স্থায়ী আমানতে বার্ষিক 6.6% এবং সিনিয়র সিটিজেনরা 7.1% হারে সুদ পাবেন৷ চলতি বছরের ৯ ফেব্রুয়ারি থেকে এই রেট লাগু হয়েছে।
ICICI ব্যাঙ্ক: এক বছরের FD-তে সাধারণ বয়সীরা 6.7% সুদ পাবেন। সিনিয়র সিটিজেনদের অবশ্য ফিক্সড ডিপোজিটে 7.2% ইন্টারেস্ট দেয় ICICI ব্যাঙ্ক৷ এই রেট চলতি বছরের 17 ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।
ব্যাঙ্কের নাম | সাধারণ বয়সী | সিনিয়র সিটিজেন |
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | 6.8% | 7.3% |
HDFC ব্যাঙ্ক | 6.6% | 7.1% |
ICICI ব্যাঙ্ক | 6.7% | 7.2% |
Kotak Mahindra ব্যাঙ্ক | 7.1% | 7.6% |
ব্যাঙ্ক অফ বরোদা | 6.85% | 7.35% |
Kotak Mahindra ব্যাঙ্ক: কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে সাধারণ বয়সীরা এক বছরের ফিক্সড ডিপোজিট করলে 7.1% হারে সুদ পাবেন। সিনিয়র সিটিজেনরা 7.6% পাবেন। লেটেস্ট ফিক্সড ডিপোজিটের সুদের হার ২৭ ফেব্রুয়ারি, ২০২৪-এ কার্যকর হয়েছে।
ব্যাঙ্ক অফ বরোদা (BOB): রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কে এক বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার 6.85% । সিনিয়র সিটিজেনরা 7.35% সুদ পাবেন। এই রেট ১৫ জানুয়ারি, ২০২৪ থেকে লাগু হয়েছে।